ভারত-পাক সংঘাতের উত্তেজনা ক্রমেই বাড়ছে। ভারত-পাক সীমান্তের অন্তত ২৬টি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার ভোর থেকে জম্মুতে শুরু হয়েছে ভারী গোলাবর্ষণ। ভারতের একাধিক সামরিক অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলেও খবর। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক ঘাঁটি এবং লঞ্চপ্যাড ধ্বংস করার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। প্রতিরক্ষাসূত্র থেকে প্রাপ্ত সেই হামলার ভিডিয়ো সংবাদ সংস্থা এএনআই-এর এক্স হ্যান্ডলে প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন:
জম্মুর কাছে ভারতীয় সেনাবাহিনীর এই অভিযানে যে লঞ্চপ্যাডটি গুঁড়িয়ে গিয়েছে, সেটি জঙ্গিরা ব্যবহার করত বলে খবর। ভারতীয় সেনা হানায় ধ্বংস হওয়া এই লঞ্চপ্যাডটি থেকে টিউব লঞ্চড ড্রোনগুলি ওড়ানো হত বলে জানা গিয়েছে। সীমান্তের ও পারে জঙ্গিঘাঁটি ধ্বংস করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়। উত্তরে লেহ থেকে দক্ষিণে স্যর ক্রিক পর্যন্ত ২৬টি জায়গায় ভারতের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসলামাবাদ থেকে ড্রোন হামলা চালানো হয়।
আরও পড়ুন:
রাতভর সীমান্ত পেরিয়ে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে পাকিস্তান। পাকিস্তানের গোলাবর্ষণে রজৌরিতে সরকারি আধিকারিক-সহ তিন জনের মৃত্যু হয়েছে। পাক গোলা এসে পড়েছে জম্মুর শম্ভু মন্দিরেও। ২৪ ঘণ্টা আগেই ভারত নিয়ন্ত্রণরেখা বরাবর বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক পোস্ট ধ্বংস করে। ইসলামাবাদের পাঠানো কমপক্ষে ৫০টি ড্রোন ভূপতিত করেছে ভারত। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। রাওয়ালপিন্ডির নুর খান, সিন্ধ প্রদেশের সুক্কুর, চকওয়ালের মুরিদ বিমানঘাঁটিও ক্ষতিগ্রস্ত।