তৃষ্ণা মেটানোর জন্য জলাশয়ের ধারে গিয়েছিল এক চিতাবাঘ। ঘাড় নীচু করে জল পান করায় মগ্ন ছিল সে। দূর থেকে তা লক্ষ করেছিল একটি কুমির। শিকার করবে বলে ধীরে ধীরে চিতাবাঘের কাছে এসে পড়ে সে। তার পর হঠাৎ জলাশয় থেকে লাফিয়ে উঠে চিতাবাঘের গলায় কামড় বসায় কুমিরটি। গলা ধরে চিতাবাঘটিকে জলের তলায় টেনে নিয়ে চলে যায় সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘খিনশিল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি চিতাবাঘকে শিকার করছে এক কুমির। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। জলাশয়ের ধারে তৃষ্ণা মেটানোর জন্য গিয়েছিল এক চিতাবাঘ। কোনও দিকে খেয়াল না করে ঘাড় নীচু করে জল পান করছিল সে। চিতাবাঘকে দূর থেকে দেখতে পায় একটি কুমির।
সন্তর্পণে সাঁতার কেটে চিতাবাঘের দিকে এগিয়ে যায় কুমিরটি। তার পর হঠাৎ জল থেকে লাফিয়ে উঠে চিতাবাঘের গলায় কামড় বসিয়ে দেয় সে। প্রাণ বাঁচানোর জন্য চিতাবাঘটি ছটফট করতে শুরু করে। কিন্তু শেষরক্ষা হয় না। চিতাবাঘটিকে নিয়ে জলের তলায় চলে যায় হিংস্র সরীসৃপ। জল পান করতে এসে জীবন হারায় চিতাবাঘ।