জল ছেড়ে ডাঙায় উঠে পড়েছিল একটি জলহস্তী। তাকে অন্যমনস্ক ভাবে ঘুরে বেড়াতে দেখে জিভ থেকে জল পড়তে লাগল ‘বনের রাজা’র। জলহস্তীকে শিকার করবে বলে সন্তর্পণে ফাঁদ পাতছিল সিংহটি। সুযোগ বুঝে জলহস্তীর পিছনে দৌড় দিল পশুরাজ। পালানোর চেষ্টা করেও সফল হল না জলহস্তীটি। সিংহের শিকারে পরিণত হল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘জ়ানজ়িবারপ্যারাডাইস_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি মস্ত বড় জলহস্তীকে তাড়া করেছে এক সিংহ। সামনের দুই পা শূন্যে তুলে প্রকাণ্ড লাফ দিল সিংহটি। লাফ দিয়ে সোজা জলহস্তীর পিঠের উপর বসে পড়ল সে।
তার পর জলহস্তীর কান কামড়ে তাকে ধরাশায়ী করে ফেলল সিংহটি। শত চেষ্টা করেও সিংহের কবল থেকে নিজের প্রাণ রক্ষা করতে পারল না সেই জলহস্তীটি। এই ঘটনাটি তানজ়ানিয়ার জ়ানজ়িবার এলাকায় ঘটেছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রকৃতির খেলা এ রকমই। শিকার-শিকারির খাদ্যশৃঙ্খলের মধ্যেই সব বাধা।’’ আবার এক জন লিখেছেন, ‘‘জলহস্তীটি ডাঙায় উঠেই নিজের বিপদ বাড়াল।’’