সন্তানের বিপদ দেখলে সকলের আগে ছুটে এসে বুক দিয়ে আগলায় মা। সে মানুষই হোক বা বন্যপ্রাণ। অনেক সময় এর উল্টোটাও ঘটে। না বুঝেই সন্তানকে বিপদের মুখে ঠেলে ফেলে দেয় মা। যার ফলে জীবন বিপন্ন হতে পারে সন্তানের। তেমনই এক ঘটনার সাক্ষী রইল সমাজমাধ্যম। সবুজ পানায় ভরা জলাশয়কে ঘাসে ঢাকা জমি ভেবে শাবককে জলে ফেলে দিল সিংহী। ছানাটি জলে পড়ে হাবুডবু খেতেই সম্বিৎ ফিরল মায়ের। সেই ঘটনারই ভিডিয়ো মন জয় করে নিয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি পোস্ট হওয়ার পর পরই কোটি কোটি মানুষের সহানুভূতি ও ভালবাসা আদায় করে নিয়েছে ভিডিয়োটি। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে যে ভিডিয়োটি প্রকাশিত হয়েছে তাতে ধরা পড়েছে হিংস্র প্রাণীও সন্তানের বিপদ দেখে আকুল হয়ে পড়ে। ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে জলের ধারে একটি সিংহশাবক খেলা করছে। নীচে লুকিয়ে থাকা বিপদ সম্পর্কে অজ্ঞ মা-সিংহী হঠাৎ তার বাচ্চাটিকে মৃদু ধাক্কা দেয় এবং ছোট্ট সিংহীটি জলে পড়ে যায়। জলে পড়েই সাঁতার না জানার কারণে ডুবে যেতে থাকে শাবকটি। সিংহী দ্রুত তাকে থাবা দিয়ে জল থেকে তোলার চেষ্টা করে।
A lion pushes its child without knowing it is water pic.twitter.com/eiM6bTkpU4
— Nature is Amazing(@AMAZlNGNATURE) October 23, 2024
কয়েক বারের মরিয়া চেষ্টার পর ছোট্ট ছানাটিকে জল থেকে তুলে ফেলতে সফল হয় সিংহী। শেষ পর্যন্ত মা-সিংহীটি তার শাবকটিকে নিরাপদে টেনে নিয়ে আসে। স্বস্তি পেয়ে বাচ্চাটি দ্রুত ঘটনাস্থল থেকে দূরে সরে যায়। এক্স সমাজমাধ্যমে শেয়ার করা ভিডিয়োটি ৫ কোটিও বেশি বার দেখা হয়েছে। ৪ লক্ষেরও বেশি মানুষ এতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন।