প্রাণ গেলে যাক, তবু রিল বানানো চাই। রেললাইনে শুয়ে থাকা অবস্থায় মাথার উপর দিয়ে ট্রেন ছুটে যাবে। সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে চেয়েছিলেন তরুণ। শখ পূরণ করতে রেললাইনের ধারে বন্ধুকে নিয়ে গেলেন তিনি। দূর থেকে একটি ট্রেন আসছিল। তাড়াহুড়ো করে ফোনের ক্যামেরা চালু করে বন্ধুর হাতে ধরিয়ে রেললাইনের উপর শুয়ে পড়লেন তিনি। তরুণের উপর দিয়ে ট্রেন ছুটে গেল। বন্ধুও দুরুদুরু বুকে সেই ভিডিয়ো তুললেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘নিধি অম্বেডকর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ রেললাইনের উপর হাঁটু মুড়ে বসে রয়েছেন। দূর থেকে ট্রেনের শব্দ শোনা যাচ্ছে। রেললাইনের অনতিদূরে ফোন হাতে দাঁড়িয়ে রয়েছেন সেই তরুণের বন্ধু। তরুণের কাণ্ডকারখানার ভিডিয়ো তুলছেন তিনি। ট্রেন ক্রমশ কাছে আসছে দেখে ভিডিয়ো তুলতে তুলতে তরুণকে শুয়ে পড়ার পরামর্শ দিলেন তিনি।
বন্ধুর কথা শুনে তরুণও উপুড় হয়ে রেললাইনের উপর শুয়ে পড়লেন। তার পর তরুণের উপর দিয়ে ট্রেনটি জোরে ছুটে গেল। তরুণও চুপচাপ শুয়ে রইলেন। ট্রেনটি চলে যাওয়ার পর উঠে পড়লেন তিনি। দু’হাত মুঠো করে জয়ের ভঙ্গিতে চিৎকার করে উঠলেন সেই তরুণ। তার পর রেললাইন থেকে সরে গিয়ে তাঁর বন্ধুর কাছে চলে গেলেন।
আরও পড়ুন:
বন্ধুও যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের ঝড় বয়ে যায়। তরুণের দুঃসাহস দেখে নিন্দা করেন নেটপাড়ার অধিকাংশ। ভিডিয়োটি দেখে রেল কর্তৃপক্ষ পদক্ষেপ করার জন্য তরুণের নামপরিচয় এবং ঘটনাস্থলের বিবরণ জানতে চেয়েছেন।