ব্যস্ত রাস্তায় অনবরত ছুটে বেড়াচ্ছিল একটি বিড়ালছানা। কোনও ভাবেই রাস্তা পার করতে পারছিল না সে। পাছে কোনও অঘটন ঘটে যায়, সেই ভয়ে রাস্তায় ছুটে গেলেন ট্রাফিক পুলিশ। তত ক্ষণে একটি গাড়ির চাকার তলায় দৌড়ে চলে গিয়েছে বাচ্চা বিড়ালটি। বিপদ বুঝে হাত দেখিয়ে গাড়ি থামিয়ে দেন সেই পুলিশকর্মী। তার পর রাস্তায় পা মুড়ে বসে গাড়ির চাকার তলা থেকে বিড়ালছানাকে উদ্ধার করলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘স্ট্রেইট্স_টাইম্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ব্যস্ত রাস্তার দিকে দৌড়ে যাচ্ছেন এক পুলিশ কর্মী। হাত দেখিয়ে গাড়িগুলিকে থামার নির্দেশ দিলেন তিনি। এক বিড়ালছানা ব্যস্ত রাস্তা দিয়ে দৌড়দৌড়ি করছে। পুলিশকর্মী হাত দেখিয়ে গাড়ি থামাতেই দৌড়ে গিয়ে সেই গাড়িটির চাকার তলায় চলে গেল বিড়ালছানাটি।
গাড়ির তলা থেকে আর বার হতেই চাইল না সে। অন্য দিকে, পুলিশকর্মীও পা মুড়ে রাস্তায় বসে পড়লেন। বিড়ালছানাকে ধরার জন্য তার পিছনে ঘুরতে লাগলেন তিনি। অবশেষে গাড়ির তলা থেকে বাচ্চা বিড়ালটি ধরতে সক্ষম হন তিনি। আদর করতে করতে ব্যস্ত রাস্তা থেকে তাকে সরিয়ে নিয়ে যান ওই ব্যক্তি।
আরও পড়ুন:
বিড়ালছানাটি উদ্ধার হতেই আবার গাড়িঘোড়া ছুটতে শুরু করে সেই রাস্তা দিয়ে। চলতি মাসে এই ঘটনাটি মালয়েশিয়ার সাবাহ্ এলাকায় ঘটেছে। পুলিশকর্মীর প্রশংসায় পঞ্চমুখ সমগ্র নেটপাড়া। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ভাগ্যিস বিড়ালছানার দুরন্তপনা ট্রাফিক পুলিশের নজরে পড়েছিল। না হলে কী বিপদটাই না হতে পারত!’’