প্রেমিকার সঙ্গে রাজস্থানের জয়পুরে ঘুরতে গিয়েছিলেন তরুণ। সেখানে গিয়ে আলোকচিত্রীদের সাহায্যে ছবি তোলার ইচ্ছা ছিল যুগলের। তাই ফোন হাতে অভিনব কায়দায় রোম্যান্টিক ছবি তুলছিলেন তাঁরা। দূর থেকে বিদেশি যুগলের কাণ্ডকারখানা দেখতে পায় একটি বাঁদর। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে তরুণের ঘাড়ের উপর লাফিয়ে পড়ে সে। তার পর দু’জনের ছবির মাঝে ‘কবাব মে হাড্ডি’ হয়ে ঢুকে পড়ে বাঁদরটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘জয়পুর_কা_টুকরা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বিদেশি যুগল রাজস্থানের জয়পুরে ঘুরতে গিয়েছেন। সেখানে গিয়ে ফোটোশুট করাচ্ছেন তাঁরা। আলোকচিত্রীরাও ছবি তুলতে প্রস্তুত। তরুণ তাঁর এক হাতে নিজস্বী তোলার ভঙ্গিতে ফোন ধরে রয়েছেন। পাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁর প্রেমিকা।
যুগলকে ছবি তুলতে দেখে সে দিকে লাফিয়ে গেল একটি বাঁদর। তরুণের ঘাড়ে চেপে বসল সে। তরুণও ভয় না পেয়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকলেন। এই সুযোগ হাতছাড়া করলেন না যুগল। বাঁদরের সঙ্গেই বেশ কয়েকটি ছবি তুলে ফেললেন তাঁরা। বাঁদরটিও মহানন্দে ‘প্রেমের কাঁটা’ হয়ে যুগলের সঙ্গে ছবি তুলে ফেলল।