রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছিলেন এক তরুণ। চালকের পাশের আসনে বসেছিলেন তিনি। হঠাৎ রাস্তার ধারে দুই পথচারীকে লক্ষ করেন। তাঁদের ক্রিয়াকলাপ দেখে মাথা গরম হয়ে যায় তরুণের। গাড়ি থেকে নেমে ওই দুই পথচারীর গালে ঠাসিয়ে চড় মারেন। তার পর কান ধরে মাঝরাস্তায় ওঠবস করার নির্দেশও দেন। তরুণের কথা শুনে সেই শাস্তিই মাথা পেতে নেন দু’জনে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘দ্য এক্সপ্লয়েটেড ট্যাক্সপেয়ার’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই পথচারী রাস্তার ধারে গুটখার পিক ফেলে হেঁটে যাচ্ছিলেন। সেই রাস্তা দিয়েই বিপরীত অভিমুখে গাড়ি নিয়ে যাচ্ছিলেন এক তরুণ। চালকের পাশের আসনে বসেছিলেন তিনি। দুই পথচারীকে গুটখার পিক ফেলতে দেখে মাথা গরম হয়ে যায় তাঁর। দু’জন যখন তরুণের গাড়ি পাশ কাটিয়ে যাচ্ছিলেন, তখন তাঁদের থামার নির্দেশ দিলেন তিনি।
গাড়ি থেকে নেমেই দুই পথচারীকে চড় মারতে দেখা যায় তরুণকে। রাস্তার ধারে গুটখার পিক ফেলে অপরিচ্ছন্ন করার শাস্তিও দেন দুই পথচারীকে। তরুণের পায়ে পড়ে দু’জনে ক্ষমা চাইলেও মন গলে না তরুণের। মাঝরাস্তায় দু’জনকে কান ধরে ওঠবসের নির্দেশ দেন তিনি। তরুণের দেওয়া শাস্তি মাথা পেতে নেন দুই পথচারী। সেখানেই কান ধরে ওঠবস করতে শুরু করে দেন তাঁরা।
আরও পড়ুন:
গাড়ির চালক পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। জানা গিয়েছে যে, এই ঘটনাটি পঞ্জাবে ঘটেছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ তরুণকে সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ তরুণের উদ্দেশে লিখেছেন, ‘‘আপনার উদ্দেশ্য ঠিক ছিল। কিন্তু গায়ে হাত না তুলে ভাল ভাবে বুঝিয়ে বললেও পারতেন।’’