ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখে আনন্দ আর ধরে রাখতে পারেনি দু’টি হাতি। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে একশা। কিন্তু তাতেও কোনও হেলদোল নেই তাদের। কাদা নিয়ে খেলা করতে শুরু করেছে হাতিদু’টি। একেবারে কাদাস্নান সারতে ব্যস্ত দু’টি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এলিফ্যান্টনেচারপার্ক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দু’টি মস্ত বড় হাতিকে বৃষ্টিতে ভিজে কাদাস্নান করতে দেখা যাচ্ছে। এই ঘটনাটি তাইল্যান্ডের ফুকেতে এলিফ্যান্ট নেচার পার্কে ঘটেছে। হাতিদু’টি মাঝজঙ্গলে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে।
শুধু তা-ই নয়, কাদাজলে নেমে পা ডুবিয়ে খেলা করছে তারা। আবার সেই জল তুলে শুঁড় দিয়ে ফোয়ারার মতো ছেটাচ্ছে। একটি হাতি আবার কাদা তুলে মাথায় ফেলে দিল। কাদায় মাখামাখি করে ভারী আনন্দ পেয়েছে জোড়া হাতি। এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে প়ড়তেই ভালবাসার চিহ্নে ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী ভিডিয়োটি দেখার পর মজা করে লিখেছেন, ‘‘কী সুন্দর প্রাণ ভরে বৃষ্টিতে ভিজছে দু’টি হাতি! জগতের কোনও চিন্তা নেই। মজা করেই দিন কেটে যাবে যেন।’’