রেলসেতুতে উঠে গাড়ির গতি বাড়িয়ে দিয়েছিলেন চালক। কিন্তু গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে একটি বাইকে ধাক্কা মারেন তিনি। প্রচণ্ড গতিতে সেতুর রেলিং ভেঙে বাইকসুদ্ধ রেললাইনে পড়ে গাড়ি। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। আহত অবস্থায় বাইক এবং গাড়ির চালককে উদ্ধার করা হয়। তাঁদের দু’জনেরই অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
পিটিআই সূত্রে খবর, রবিবার সকালে দিল্লির মুকারবা চক এলাকার কাছে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেলসেতুর উপর দিয়ে জোরে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন গাড়ির চালক। সোজা গিয়ে একটি বাইকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে সেতুর রেলিং ভেঙে বাইকসুদ্ধ রেললাইনে গিয়ে পড়ে গাড়িটি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় দিল্লি পুলিশ।
আহত অবস্থায় দুই চালককে উদ্ধার করা হয়। পরে গাড়িগুলিও রেললাইন থেকে সরানো হয়। এই দুর্ঘটনার ফলে রেল পরিষেবা কিছু ক্ষণ বন্ধ ছিল। তবে ঘণ্টাখানেকের মধ্যেই আবার পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। গাড়িটি দুমড়ানো-মোচড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে।