বিশাল গাছের ডালে বাঁধা একাধিক পাখা। বিদ্যুৎ ছাড়াই সেগুলি বনবন করে ঘুরছে। সেই পাখার হাওয়া খেতে গাছের নীচে জড়ো হয়েছেন দলে দলে গ্রামবাসী। গরম থেকে বাঁচতে গ্রামবাসীদের অদ্ভুত এই কারসাজির ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গাছের ডালে ডালে বাঁধা রয়েছে অনেকগুলি পাখা। ভিডিয়োয় দাবি করা হয়েছে সেগুলি বিদ্যুৎ ছাড়াই চলছে। বড় গাছের নীচে অনেককে ভিড় জমাতে দেখা গিয়েছে। পাখার হাওয়া খেতেই তাঁরা সেখানে জড়ো হয়েছেন। পাখাগুলিকে বেশ জোরে জোরে ঘুরতে দেখা গিয়েছে। পাখাগুলি কোন উপায়ে ঘুরছে তা নিয়েই ব্যাপক চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। কারণ গাছের ডালে কোনও বিদ্যুৎ সংযোগ লক্ষ করা যায়নি ভিডিয়োয়। তবে ভিডিয়োর মন্তব্য বিভাগে দাবি করা হয়েছে পাখাগুলি আপনা-আপনি চলছে। ভিডিয়োয় অবশ্য এ ধরনের কোনও দাবি তোলা হয়নি যে পাখাগুলি কোনও বিদ্যুৎ ছাড়াই চলছে।
थारे गांव वाले इतने तेज है .......जो ये कर के दिखाये..... दिमाग है कुछ भी कह लो....... pic.twitter.com/ZVphzbFkLV
— Renu Yadav (@renuy305) April 30, 2025
এক্স হ্যান্ডলে ‘রেণু রায়’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার গ্রামবাসীদের অদ্ভুত কৌশল দেখে হতবাক হয়েছেন। অধিকাংশ নেটমাধ্যম ব্যবহারকারী তাঁদের অসামান্য প্রযুক্তি কৌশলের প্রশংসা করেছেন। ভিডিয়োটি এখনও পর্যন্ত ১ লক্ষ ৭৫ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘মস্তিষ্কের অতিরিক্ত ব্যবহার করেছেন গ্রামবাসীরা।’’ অন্য জন লিখেছেন, ‘‘গ্রামবাসীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করে চলেছে।’’