ক্রিকেট খেলছেন সাধুদের দল। দলে রয়েছেন নাগা সন্ন্যাসীও। এমনই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি যে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে, সেখানে দাবি করা হয়েছে যে, সাধুদের ওই ক্রিকেট খেলা চলছে প্রয়াগরাজে। মহাকুম্ভ উপলক্ষে সেখানে যাওয়া সাধুরা অংশগ্রহণ করেছেন খেলায়। ‘মহাকুম্ভ প্রিমিয়ার লিগের’ সেই ভিডিয়ো ভাইরালও হয়েছে। তবে ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মাঠের মধ্যে ব্যাট হাতে উইকেটের সামনে দাঁড়িয়ে সাধু। টিশার্ট-প্যান্ট পরা এক তরুণ তাঁকে বল করছেন। পাশে ব্যাট হাতে দাঁড়িয়ে অন্য এক সাধু। উইকেটের পিছনে এক জন নাগা সন্ন্যাসী। খেলা দেখতে দর্শকদের ভি়ড় জমে গিয়েছে। বোলার বল করতেই সজোরে ব্যাট চালান সাধু। বল ব্যাটে লেগে দূরে গিয়ে পড়ে। হাতহালি দিয়ে ওঠেন সকলে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।
‘জিতেন্দ্র প্রতাপ সিংহ’ নামে এক্স হ্যান্ডল থেকে বুধবার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। পোস্টে লেখা, ‘‘মহাকুম্ভে আগত সাধুরা তাঁদের অবসর সময়ে ক্রিকেট খেলছেন।’’ ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সাধুবাবা একাদশ বনাম প্রয়াগরাজের খেলা চলছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এটি মহাকুম্ভ নাগা লীগ।’’