জঙ্গলের মাঝে একা একা ঘুরে বেড়াচ্ছিল একটি স্লথ বেয়ার। শিকার করতে তার দিকে এগিয়ে যাচ্ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু চতুষ্পদের কাছে যেতেই ভয়ে আত্মারাম খাঁচাছাড়া অবস্থা হয়ে গেল তার। স্লথ বেয়ারকে দেখে লেজ গুটিয়ে পালিয়ে গেল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রাজাদহরওয়ালপেঞ্চ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, স্লথ বেয়ার শিকার করতে এগিয়ে যাচ্ছিল একটি রয়্যাল বেঙ্গল টাইগার। শিকারিকে দেখেই সামনের দুই পা তুলে দাঁড়িয়ে পড়ল স্লথ বেয়ারটি। ভয় দেখিয়ে বাঘটিকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করছিল সে। শিকার করতে গিয়ে ভয় পেয়ে গেল বাঘটিও।
কিছুটা এগিয়ে যেতে স্লথ বেয়ারকে দেখে লেজ গুটিয়ে দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে গেল সে। ঘটনাটি মধ্যপ্রদেশের পেঞ্চ জাতীয় উদ্যানে ঘটেছে। সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে যাওয়ার পর হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন মজা করে লিখেছেন, ‘‘বাঘকে পালিয়ে যেতে দেখে খুব মজা পেয়েছি। শিকার করতে গিয়ে শিকারিই ভয় পেয়ে পালিয়ে গেল। স্লথ বেয়ারের কাছে ভাল জব্দ হয়েছে বাঘটি।’’