গাছের ডালে লাফিয়ে বেড়াচ্ছিল একটি ব্যাঙ। হঠাৎ পিছন থেকে এসে তার ঘাড়ে কামড় বসাল একটি বিশাল সাপ। জ্যান্ত অবস্থায় ব্যাঙটিকে আস্ত গিলে ফেলল সাপটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘নেচার ইজ় ব্রুটাল’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি জ্যান্ত ব্যাঙকে মুখে ভরে ধীরে ধীরে পুরোটাই গিলে ফেলল একটি সাপ। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। গাছের ডালের উপর বসেছিল ব্যাঙটি। তার ঘাড়ে কামড় বসিয়ে দেয় একটি সাপ।
তার পর ধীরে ধীরে ব্যাঙটিকে গিলতে শুরু করে সে। বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে ব্যাঙটি। গাছের ডাল আঁকড়ে ধরেও বিশেষ লাভ হয় না তার। কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাঙটিকে আস্ত গিলে ফেলে সাপটি। ফুলে ফেঁপে ওঠে সাপের গলা। সেখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বাবা রে! কী ভয়ঙ্কর! ভিডিয়োটি দেখে ভয়ে সারা শরীরে কাঁটা দিয়ে উঠল।’’