গল্ফ কোর্স লাগোয়া জলাশয়ে শান্তিতে সাঁতার কাটছিল দু’টি জলহস্তী। কোর্সের ভিতর লোকজন দেখে নিজেদের মধ্যে লড়াই বেঁধে গেল তাদের। সামনে তো দর্শক! তাঁদের সামনে নিজেদের শক্তি প্রদর্শন করতে ব্যস্ত হয়ে পড়ল জলহস্তী দু’টি। প্রত্যক্ষদর্শীরাও সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে শুরু করলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘গল্ফঅনসিবিএস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলাশয়ের মধ্যে দুই জলহস্তী লড়াই করে তোলপাড় করে দিচ্ছে। একটি জলহস্তী অপর জলহস্তীর মুখে কামড় বসানোর চেষ্টা করছে। দু’টি জলহস্তীই মুখ হাঁ করে কামড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কেউই সফল হচ্ছে না।
লড়াই করতে করতে জলাশয়ের এক দিক থেকে অন্য দিকে চলে গেল তারা। দুই জলহস্তীর ‘মল্লযুদ্ধের’ সাক্ষী থাকতে তাদের অনুসরণ করলেন কয়েক জন প্রত্যক্ষদর্শী। এই ঘটনাটি আফ্রিকার একটি গল্ফ কোর্সে ঘটেছে। ভিডিয়োটি দেখে নেটপাড়ার অধিকাংশ দুই জলহস্তীর কীর্তিকলাপ দেখে হাসাহাসি করেছেন। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘আসলে এত লোকজন দেখেছে তো, তাই নিজেদের সামর্থ্য দেখাচ্ছে জলহস্তী দু’টি।’’