তরুণীর পরনে ঘাগরা, কোমরে ঘাগরার মধ্যে গোঁজা পিস্তল। অন্য এক জন তরুণীর হাতে রাইফেল। একটি অনুষ্ঠানে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে চলছে উদ্দাম নাচ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োগুলি। দু’টি ভিডিয়োয় দেখা গিয়েছে, দু’জন তরুণী বন্দুক হাতে নাচছেন। ঘটনাটি ঘটেছে বিহারে। এক জন তরুণী হলুদ রঙের ঘাগরা পরে হাতে একাধিক বন্দুক ও কোমরে দেশি পিস্তল আটকে রেখেছেন, অন্য জনকে রাইফেল হাতে নাচতে দেখা গিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির এক্স হ্যান্ডল থেকে সেই ভিডিয়োটি প্রকাশিত হয়েছে। ভিডিয়োটি কবেকার সে সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োগুলি তোলা হয়েছে সিওয়ান জেলার দারুন্ধা থানা এলাকার রামচন্দ্রপুর গ্রামে। এলাকার বাসিন্দা চন্দন কুমারের তিলক অনুষ্ঠানের (প্রাক্-বিবাহের অনুষ্ঠান) জন্য কয়েক জন নৃত্যশিল্পীকে ডাকা হয়েছিল। তাঁরাই পিস্তলগুলি নিয়ে মঞ্চে উঠে নাচছিলেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রাক্-বিবাহের অনুষ্ঠানে নাচতে এসে অতিথিদের দিকে পিস্তল তাক করছেন এক তরুণী। তাঁর হাত থেকে পিস্তল ছিনিয়ে নিচ্ছেন মঞ্চের নীচে থাকা এক অতিথি। তার পর তিনি একটি দেশি পিস্তল বার করে দুই হাতে বন্দুক নিয়ে নাচতে শুরু করেন। অন্য ভিডিয়োয় কালো পোশাক পরা আর এক জন তরুণীকে রাইফেল হাত নাচতে দেখা গিয়েছে। তিনি সেই রাইফেলটি সরাসরি ক্যামেরার দিকে তাকও করেন।
हो गईनी पूरा डेकोरेट बलम...
— Geeta Patel (@geetappoo) February 25, 2025
बिहार के सीवान में एक आर्केस्ट्रा डांसर कट्टा और पिस्टल लेकर डांस कर रही है। हाथ में एक नहीं बल्कि तीन-तीन हथियार है। pic.twitter.com/ItpILTwH0M
পুলিশকর্তা রাকেশকুমার রঞ্জন বলেন, ভিডিয়োগুলি সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। দারুন্ধা থানার আধিকারিক ছোটন কুমার জানান, ভিডিয়োগুলি রামচন্দ্রপুরের কি না, খতিয়ে দেখার পর মামলা দায়ের করা হবে।