পোশাকের জন্য সর্বদা চর্চায় থাকেন নেটপ্রভাবী এবং অভিনেত্রী উর্ফী জাভেদ। তাই তিনি কোনও অনুষ্ঠানে গেলে পাপারাৎজ়িরাও উর্ফীর ছবি তুলবেন বলে ভিড় জমিয়ে ফেলেন। অধিকাংশ সময় উর্ফী নিজেই তাঁর পোশাক দেখানোর জন্য আলোকচিত্রশিল্পীদের ডেকে পাঠান। কিন্তু সম্প্রতি আলোকচিত্রীদের ডাকলেও আলোর রোশনাইয়ের সামনে দাঁড়িয়ে থাকতে চাইছিলেন না তিনি। সকল আলোকচিত্রীকে আলো নিবিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে শুরু করেন তিনি।
আরও পড়ুন:
আলো নিবিয়ে দিলেই পোশাকের এক অদ্ভুত ‘খেলা’ দেখাবেন উর্ফী। তাঁর অনুরোধ রাখতে সকলেই আলো নিবিয়ে দিলেন। তার পরেই উর্ফী তাঁর পোশাকের সঙ্গে লেগে থাকা একটি সুইচ চালু করে দেন। সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠল উর্ফীর পোশাকে। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ইনস্ট্যান্টবলিউডভিডিয়োজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, উর্ফী তাঁর গায়ে অদ্ভুত একটি পোশাক জড়িয়ে রয়েছেন। সেই পোশাকের মধ্যে রয়েছে বিশেষ চমক। কিন্তু আলো বন্ধ না করলে সেই চমক দেখা যাবে না। তাই আলোকচিত্রীদের সব আলো নিবিয়ে দেওয়ার অনুরোধ করলেন তিনি।
উর্ফীর অনুরোধ রাখতে সব আলো নিবিয়ে দিলেন আলোকচিত্রশিল্পীরা। অন্ধকার হতেই পোশাকের পাশের একটি সুইচ অন করে দিলেন এক তরুণ। সঙ্গে সঙ্গে পোশাকে জ্বলে উঠল লাল আলো। সেখানে লেখা, ‘‘বিশ্বাসঘাতক নই।’’ তার পর পোশাকের স্ক্রিনে কার্টুনের মুখ। তার পর স্ক্রিনে ভেসে উঠল ‘দ্য ট্রেটর্স’ লেখা।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে এই নামের একটি রিয়্যালিটি শো মুক্তি পেয়েছে। এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বলিউডের জনপ্রিয় ছবিনির্মাতা কর্ণ জোহর। রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছেন উর্ফী। পোশাকের মাধ্যমে সেই শোয়ের প্রচার সারতে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।