মঞ্চে দুই হাঁটু মুড়ে বসেছিলেন অভিনেতা। পিছন থেকে ভেসে আসা সুরের সঙ্গে ছন্দ মিলিয়ে সারা শরীর দোলাচ্ছিলেন তিনি। হঠাৎ মঞ্চের সামনে রাখা দু’টি মোমবাতি নিয়ে মুখের সামনে ধরলেন তিনি। মোমবাতি থেকে গরম মোম গলে গলে পড়তে শুরু করল অভিনেতার মুখে। কিন্তু তাঁর চোখেমুখে যন্ত্রণার লেশমাত্র নেই। মুখে, কপালে মোম ঢেলে আবার মোমবাতিগুলি মঞ্চের উপর রেখে দিলেন তিনি। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন বলি অভিনেতা বিদ্যুৎ জামাল।
আরও পড়ুন:
বলিপাড়া সূত্রে খবর, ইনস্টাগ্রামের পাতায় ‘মিবিদ্যুৎজামাল’ নামের অ্যাকাউন্ট রয়েছে বিদ্যুতের। মঙ্গলবার সেই অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেতাকে। মঞ্চের উপর হাঁটু মুড়ে বসেছিলেন বিদ্যুৎ। মাথায় একটি কাপড় বাঁধা ছিল তাঁর। চোখ বন্ধ করে সারা শরীর দুলিয়ে মঞ্চে রাখা দু’টি মোমবাতি তুলে নেন তিনি। মোমবাতিগুলি থেকে মঞ্চের উপর মোম গলে পড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে মোমবাতিগুলি মুখের সামনে নিয়ে প্রায় উল্টে দিলেন বিদ্যুৎ। অভিনেতার মুখের উপর গরম মোম পড়তে লাগল। বিদ্যুৎ স্থির ভাবেই মঞ্চে বসে রইলেন। মোম পড়া বন্ধ হয়ে গেলে মঞ্চে মোমবাতি দু’টি রেখে দেন বিদ্যুৎ।
ভিডিয়োটি পোস্ট করে নায়ক জানান, নিয়মিত যোগ প্রশিক্ষণ এবং কলারীপয়ট্টু নামের প্রাচীন মার্শাল আর্টের মাধ্যমে তিনি এই দক্ষতা অর্জন করেছেন। প্রিয় অভিনেতার এই ‘স্টান্ট’ দেখে গা শিউরে ওঠে তাঁর অধিকাংশ অনুরাগীর। এক জন নেটাগরিক লেখেন, ‘‘আমার তো দেখেই ভয় লাগছে। এমন বিপজ্জনক স্টান্ট করার জন্য মনের জোরও লাগে।’’ বলি অভিনেত্রী অদা শর্মা ভিডিয়ো দেখে মন্তব্য করেছেন, ‘‘তুমি মঞ্চে আগুন লাগিয়ে দিয়েছ। নিজের গায়েও আগুন লাগিয়ে দিয়েছ।’’