জলপান করতে জলাশয়ের দিকে যাচ্ছিল একটি বাইসন। কিন্তু একদল নেকড়ে সে দিকে ছুটে গেল অন্য কারণে। বাইসনকে শিকার করে নিজেদের খিদে মেটাতে চাইছিল তারা। তাই চারদিক থেকে বাইসনটিকে ঘিরে ফেলল নেকড়ের দল। বাইসনের পিঠের উপর লাফিয়ে কামড় বসাতে গেল একটি নেকড়ে। মুহূর্তের মধ্যে নেকড়ের মুখে লাথি মেরে সেখান থেকে পালিয়ে গেল বাইসনটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘স্ট্র্যাটেজিস্ট.টু.নেচারালিস্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলাশয়ের ধারে একটি বাইসনকে চারদিক থেকে ঘিরে ধরেছে নেকড়ের দল। বাইসনকে কোন দিক থেকে আক্রমণ করবে তা নিয়েই ছক কষছিল নেকড়েরা। গোল গোল করে বাইসনের চারদিকে ঘুরে বেড়াচ্ছিল তারা। বাইসনটিও চুপচাপ দাঁড়িয়েছিল।
একটি নেকড়ে হঠাৎ বাইসনের পিঠে কামড় বসানোর জন্য লাফিয়ে পড়ল। সুযোগ বুঝে নেকড়ের মুখে লাথি মেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল বাইসনটি। তার পিছনে দৌড়োতে শুরু করল নেকড়েগুলিও। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘শিকারিকে একেবারে জব্দ করে ফেলেছে বাইসনটি।’’