মুখে ওড়না জড়িয়ে গয়নার দোকানে ঢুকে পড়েন এক তরুণী। দোকানের কর্মীর সামনে দাঁড়িয়ে তাঁর দিকে লঙ্কার গুঁড়ো ছুড়ে দিলেন তিনি। চোখ জ্বালা করলেও তরুণীর উদ্দেশ্য বুঝতে দেরি হল না দোকানের কর্মীর। মুহূর্তের মধ্যে তরুণীর হাত ধরে তাঁকে একনাগাড়ে চড় মারতে শুরু করেন তিনি। মার খেয়ে দোকান থেকে পালিয়ে যান তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ভেনম’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গয়নার দোকানে এক তরুণীকে ধরে চড় মেরে চলেছেন সেই দোকানের কর্মী। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই ঘটনাটি গুজরাতের অহমদাবাদের রানিপ এলাকার একটি সোনার দোকানে ঘটেছে। দোকানের মালিকের অভিযোগ, এক তরুণী ক্রেতা সেজে তাঁর দোকানে ঢুকেছিলেন।
তরুণীর মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল। দোকান থেকে গয়না চুরির উদ্দেশ্য ছিল সেই তরুণীর। উদ্দেশ্য পূরণ করতে দোকানের কর্মীকে লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলেন তিনি। দোকানের কর্মীও তৎপরতার সঙ্গে সেই তরুণীর হাত ধরে ফেলেন। ক্রমাগত চড় মারতে থাকেন সেই তরুণীকে। তরুণী ধরা পড়ে যাওয়ার ভয়ে কোনও ক্রমে দোকান ছেড়ে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছোনোর পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তরুণীকে গ্রেফতারির জন্য তদন্তে নেমেছে গুজরাত পুলিশ।