যত্রতত্র রিল বানানোর শখ তরুণের। সমাজমাধ্যমের পাতায় নিজের ভিডিয়ো পোস্ট করার জন্য প্রাণের ঝুঁকি নিতেও রাজি তিনি। তাই কয়েক হাত দূরে মস্ত বড় ভালুক ঘোরাফেরা করছে দেখেও দমলেন না তরুণ। বরং সেই পরিস্থিতিতেও রিল বানানোর পরিকল্পনা করে ফেললেন তিনি। ঠান্ডা পানীয়ের বোতল নিয়ে ভালুকের দিকে এগিয়ে গেলেন তরুণ। ভালুকটি সেই বোতলটি দেখে কী করে তা ক্যামেরাবন্দি করতে চেয়েছিলেন তিনি। ভালুকটিও এগিয়ে গিয়ে বোতলটি তুলে নিল। মানুষের মতো বসে ঢকঢক করে ঠান্ডা পানীয়ে গলা ভিজিয়ে বোতল সম্পূর্ণ খালি করে ফেলল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘খুশবু_জার্নো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ হাতে ঠান্ডা পানীয়ের বোতল নিয়ে ভালুকের দিকে এগিয়ে যাচ্ছেন। বোতলটি নীচে রেখে তিনি আবার ফিরে গেলেন। কৌতূহলের বশে বোতলটি তুলে পানীয়ে গলা ভিজিয়ে দিল ভালুকটি। বোতলটি ফাঁকা করে ঘাড় ঘুরিয়ে এ দিক-সে দিক তাকাতে লাগল চতুষ্পদটি। সম্প্রতি ছত্তীশগঢ়ের কাংকের জেলার নারা গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
একটি ভালুককে ঘোরাফেরা করতে দেখে রিল বানানোর জন্য উৎসাহী হয়ে পড়েন সেই গ্রামের এক তরুণ বাসিন্দা। ঠান্ডা পানীয়ের বোতল নিয়ে ভালুকটির দিকে এগিয়ে যান তিনি। বোতলটি নীচে রেখে আবার ফিরে যান তরুণ। মাটিতে কী রাখা হল তা দেখতে সে দিকে এগিয়ে গেল ভালুকটি। তার পর বোতলটি তুলে পান করতে শুরু করে দিল সে।
এক নিমেষে ঠান্ডা পানীয়ের বোতল ফাঁকা করে ফেলল ভালুকটি। তার পর বোতল হাতে নিয়ে ঘাড় ঘুরিয়ে এ দিক-সে দিক দেখতে লাগল সে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ভিডিয়োটি বনবিভাগের নজরে পড়তে তরুণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।