সন্তানকে নিয়ে পার্কে বেড়াতে গিয়েছিলেন মা। ইতিমধ্যেই ফোন চলে আসায় বার্তালাপে মগ্ন হয়ে পড়েছিলেন তরুণী। কথা বলতে বলতে পার্ক থেকে হেঁটে বেরিয়ে চলে আসছিলেন তিনি। হঠাৎই এক ব্যক্তিকে তাঁর পিছন পিছন দৌড়ে আসতে দেখা যায়। ওই ব্যক্তির কোলে ছিল একটি শিশু। তাঁকে জোরে জোরে, ‘ম্যাডাম, ম্যাডাম’ বলে ডাকতে শোনা যায়। ফোনে এতই মগ্ন ছিলেন তরুণী যে, সন্তানকে ফেলে এসেছিলেন পার্কে। ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে ক্যামেরায়। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি সমাজমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী ফোনে মগ্ন হয়ে পার্কে তাঁর সন্তানকে ফেলে রেখে গিয়েছেন। তাঁর পিছনে দৌড়ে এসে এক ব্যক্তি তাঁর শিশুকে কোলে নিয়ে ডাকছেন তরুণীকে। শিশুটির মায়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন তিনি। তাঁকে বলার চেষ্টা করছেন যে, তিনি শিশুটিকে পার্কে রেখে এসেছেন। ডাকাডাকির কয়েক সেকেন্ডের মধ্যে হুঁশ ফেরে মহিলার। ঘুরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন যে কী মারাত্মক ভুল করে ফেলেছিলেন। দ্রুত নিজের সন্তানকে কোলে নিয়ে নেন তিনি।
এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়া ভিডিয়োটি সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হলেও তা নেটাগরিকদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। কেউ কেউ মনে করছেন এটি সাজানো। কেউ অবাক হয়েছিলেন যে, কী ভাবে এক জন মা তাঁর সন্তানকে পার্কে একা রেখে ফোনে কথা বলতে বলতে চলে যেতে পারেন। আবার কেউ কেউ দাবি করেছেন যে ঘটনাটি একটি ছবির শুটিংয়ের অংশ। সমাজমাধ্যমে ভিডিয়োটি হাসির ঝড় তুলেছে। মজার মজার ইমোজি দিয়ে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘‘এক জন মা এত অমনোযোগী কী করে হতে পারেন।’’