পার্লামেন্টে শেষ দিন। সহকর্মীদের বিদায় জানানোর সময় হইচই ফেলে দিলেন আইনসভার এক সদস্য (মেম্বার অফ পার্লামেন্ট)। পার্লামেন্টের অন্দরেই বিয়ারের বোতল খুলে তা জুতোয় ঢেলে খেয়ে নিলেন ঢক ঢক করে। আর তা দেখে উঠল হাততালির ঝড়। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে। আইনসভার ওই বিদায়ী সদস্যের নাম কাইল ম্যাকগিন। অস্ট্রেলীয় পার্লামেন্টে তাঁর জুতোয় বিয়ার ঢেলে খাওয়ার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে বিদায়ী বক্তৃতা দিচ্ছেন কাইল। সবাই মনোযোগ দিয়ে তাঁর কথা শুনছেন। ম্যাকগিনকে বলতে শোনা যায়, ‘‘আমি এই বক্তৃতা কী ভাবে শেষ করব তা নিয়ে অনেক ক্ষণ ধরে চিন্তা করেছি। আমার মনে হয় আমি এখন যা করব গোল্ডফিল্ডসে আমার নির্বাচনী এলাকার বাসিন্দারা তার জন্য কৃতজ্ঞ থাকবেন। আমাকে দু’বার সুযোগ দেওয়ার জন্য আইনসভার বাকি সদস্য এবং নির্বাচনী এলাকার মানুষদের আমি ধন্যবাদ জানাচ্ছি। চিয়ার্স।’’ বক্তৃতা শেষ করে একটি বিয়ারের বোতল থেকে পানীয় জুতোয় ঢেলে তা পান করেন তিনি। সঙ্গে সঙ্গে হইচই পড়ে পার্লামেন্টে। আইনসভার বাকি সদস্যের অনেকেই হাততালি দিয়ে ওঠেন। এর পর এক জন এসে কাইলের কাছ থেকে বিয়ারের বোতলটি নিয়ে চলে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর তা আলোড়ন ফেলেছে সমাজমাধ্যমে। কেন আইনসভার বিদায়ী সদস্য তেমনটা করলেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আসলে কাইল যা করেছেন তা পরিচিত ‘শুয়ি’। বিদায় জানানোর এক অনন্য অস্ট্রেলীয় রীতি। ঐতিহ্যবাহী ওই রীতি অনুযায়ী, কোনও এক বিশেষ ক্ষেত্র থেকে বিদায় জানানোর সময় এক জন মানুষ জুতোয় বিয়ার ঢেলে তা পান করেন।
আরও পড়ুন:
কাইল একা নন, অস্ট্রেলীয় ফর্মুলা ওয়ান রেসার ড্যানিয়েল রিকিয়ার্ডো, অভিনেতা স্যর প্যাট্রিক স্টুয়ার্ট, জিমি ফ্যালন, হিউ গ্রান্ট-সহ অসংখ্য নামীদামি ব্যক্তিত্বকে অতীতে ওই রীতি পালন করতে দেখা গিয়েছে।