পাহাড়ি রাস্তায় বাইক বা গাড়ি চালানোর জন্য দক্ষতা, অভিজ্ঞতা এবং সতর্কতার প্রয়োজন। আর এ সব বিষয়ে সতর্ক না হলে তার ফল যে কী মারাত্মক হতে পারে, তা-ই সম্প্রতি ধরা পড়েছে একটি ভিডিয়োয়। ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ি রাস্তায় হেলমেট না পরে তীব্র গতিতে বাইক চালানো এক যুবক কী ভাবে গাড়ির ধাক্কায় উড়ে গেলেন। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পাহাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে এক ব্যক্তি মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। হঠাৎ তিনি দেখেন এক বাইক আরোহী প্রচণ্ড গতিতে বেপরোয়া ভাবে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে আসছেন। তাঁর মাথায় হেলমেট নেই। বাইকে লাগানো নীল পতাকা পতপত করে উড়ছে। একটি বাঁকের কাছে এসেও বাইকের গতি কমাননি তিনি। আর ডান দিকে সেই বাঁক নেওয়ার সময়ই দুর্ঘটনা ঘটে যায়। উল্টো দিক থেকে আসা একটি গাড়িতে গিয়ে সজোরে ধাক্কা মারেন বাইক আরোহী। নিয়ন্ত্রণ হারিয়ে শূন্যে উড়ে ছিটকে পড়েন রাস্তায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে।
আরও পড়ুন:
রবিবার ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। বেপোরয়া বাইক আরোহীদের শাস্তির দাবি তুলেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘স্পষ্টতই বাইক আরোহীর ভুল। বাঁকের আগে তাঁর গতি কমানো উচিত ছিল। যদি সঠিকvভাবে ব্রেক কষতেন, তা হলে দুর্ঘটনা ঘটত না।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘ভাল হয়েছে যে ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে। না হলে সবাই গাড়ির চালককে দোষ দিতেন।’’