বাড়িতে আগুন লেগেছে। ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে ভয়ে কাঁপছিলেন তরুণী। তাঁকে উদ্ধারের জন্য দমকলকর্মীরা পৌঁছোলেও আতঙ্কিত হয়ে এক দমকলকর্মীকেই লাথি মেরে দোতলা থেকে ফেলে দিলেন তিনি। ভারসাম্য হারিয়ে নিজেও পড়ে গেলেন দ্বিতীয় তলা থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জাপানে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আননন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ নভেম্বর জাপানের ওসাকায় একটি আবাসনের দোতলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে আগুন লেগে যায়। ভয়ে ঘর থেকে ব্যালকনিতে বেরিয়ে আসেন সেই ফ্ল্যাটের বাসিন্দা ২৬ বছর বয়সি এক তরুণী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলবাহিনী। বাইরে থেকে সিঁড়ি পেতে দোতলার ব্যালকনিতে ওঠার চেষ্টা করেন দমকলকর্মীরা। কিন্তু ভয়ে কিছুতেই তাঁদের কাছে আসতে রাজি হননি তরুণী। এর পর আরও কয়েক জন দমকলকর্মী উপরে উঠে তরুণীকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। আতঙ্কিত তরুণী কিছুতেই সিঁড়ি দিয়ে নামতে চাননি।
আরও পড়ুন:
অতঃপর দু’জন দমকলকর্মী সিঁড়ি নিয়ে অন্য পথে ব্যালকনিতে ওঠার চেষ্টা করেন। সেই সময়ই অনিচ্ছাকৃত ভাবে এক জন দমকলকর্মীকে লাথি মারেন আতঙ্কিত তরুণী। দোতলার উচ্চতা থেকে মাটিতে পড়ে যান ওই দমকলকর্মী। এর পর ভারসাম্য হারিয়ে তরুণীও নীচে রাস্তায় পড়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, দোতলা থেকে পড়ে যাওয়ার কারণে ওই তরুণী এবং দমকলকর্মী দু’জনেই সামান্য আহত হয়েছেন। তবে দু’জনেই এখন সুস্থ রয়েছেন। আগুন লাগার মিনিট কুড়ির মধ্যেই দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে এনে ফেলেন বলেও খবর। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
দমকলকর্মী এবং তরুণীর পড়ে যাওয়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কিয়োমি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে বিস্ময় প্রকাশ করলেও অনেকেই আবার দমকলকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘দমকলবাহিনীকে কুর্নিশ। তবে তরুণী এ রকম ভাবে ছটফট না করলে আরও আগে উদ্ধার করা যেত তাঁকে। চোটও পেতে হত না।’’