রাতের ট্রেনে একাকী যাত্রা করছিলেন এক মহিলা। নিরাপত্তা দিতে পৌঁছে গেলেন এক পুলিশ কনস্টেবল। মহিলার থেকে দূরত্ব বজায় রেখে সফর করলেন একই কামরায়। ঘটনাটি মুম্বইয়ের। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচই ফেলেছে। ওই পুলিশ কনস্টেবলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে একাকী সফর করছেন এক তরুণী। কামরায় আর কোনও যাত্রী নেই। একটু দূরে বসে রয়েছেন পুলিশের এক কনস্টেবল। চারিদিকে নজর রাখছেন সাবধানে। ভিডিয়োটি ক্যামেরাবন্দি করার সময় ট্রেনটিকে ডকইয়ার্ড রোড স্টেশন অতিক্রম করতে দেখা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি করা হয়েছে, তরুণীকে নিরাপত্তা দিতে পুলিশ কনস্টেবল ট্রেনের ওই কামরায় ছিলেন। তবে তরুণী যাত্রী বা কনস্টেবল, কারও পরিচয়ই এখনও পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইন্ডিয়ান.নাউ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। পুলিশ কনস্টেবলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ছোট পদক্ষেপ, কিন্তু এর প্রভাব অনেক। এদের জন্যই পুলিশের উপর এখনও আস্থা রাখা যায়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সারা দেশে এই ধরনের পুলিশকর্মীর প্রয়োজন। মনটা ভাল হয়ে গেল।’’