জলপ্রপাতের জলে স্নান করতে নেমেছিলেন একদল পর্যটক। মেতেছিলেন জলকেলিতে। কিন্তু আনন্দ মাটি করল একটি সাপ। জলে নেমে তেড়ে গেল পর্যটকদের দিকে। আর সাপকে দেখে আতঙ্ক ছড়াতেই হুড়োহুড়ি পড়ল। এমনকি, পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের মুসৌরির কেমটি জলপ্রপাতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কেমটি জলপ্রপাতে জলকেলিতে মেতেছেন পর্যটকেরা। অনেকেই আনন্দ করছেন। ছবি তুলছেন কেউ কেউ। এমন সময় জলপ্রপাতের ওই জলে উপস্থিত হয় একটি ভয়ঙ্কর সাপ। সাপটিকে দেখে সঙ্গে সঙ্গে হইচই পড়ে পর্যটকদের মধ্যে। সাপটি তেড়ে আসতেই চিৎকার করে তাড়াতাড়ি জল ছাড়ার চেষ্টা করেন সকলে। সাপটি কয়েক জন পর্যটকদের একদম কাছে চলে যেতে হুড়োহুড়ি আরও বাড়ে। বিশৃঙ্খলা ছড়ায়। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘লিটল দেহরাদূন স্টোরিজ়’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।