চলন্ত বাসে হঠাৎ ব্রেক। মায়ের হাত থেকে ছিটকে বাসের বাইরেই বেরিয়ে গেল একরত্তি শিশু। শুক্রবার সকালে তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শ্রীভিলিপুথুরের কাছে ভয়ঙ্কর সেই ঘটনাটি ঘটেছে। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ বিরুধুনগর জেলার শ্রীভিলিপুথুরের কাছে এক বছরের সন্তানকে নিয়ে বাসে উঠেছিলেন মুথুরামালিঙ্গপুরমের বাসিন্দা এক মহিলা। কোলের সন্তানকে নিয়ে একেবারে সামনের আসনে বসেছিলেন তিনি। মীনাক্ষীপুরম সিগন্যালের কাছে একটি গাড়ি হঠাৎ বাসটির সামনে চলে আসে। ব্রেক কষেন বাসচালক। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারান সামনের আসনে বসা ওই মহিলা। তাঁর হাত ফস্কে পড়ে যায় কোলের সন্তান। বাসের দরজা দিয়ে একেবারে বাইরে গিয়ে পড়ে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, মায়ের হাত থেকে ছিটকে বাসের বাইরে পড়ে গেলেও সৌভাগ্যক্রমে শিশুটি বেঁচে গিয়েছে। তবে আঘাত পেয়েছে সে। দুর্ঘটনার পর পরই তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন শিশুটি।
আরও পড়ুন:
ভয়ঙ্কর সেই দুর্ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শিবসুব্রহ্মণ্যম জয়রামন’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার বাসচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন। কোলের সন্তানকে নিয়ে বাসের সামনের আসনে বসার জন্য শিশুটির মায়ের সমালোচনাও করেছেন কেউ কেউ।
আরও পড়ুন:
ওই একই বাসে যাত্রা করছিলেন মাধনকুমার নামের এক যুবক। তাঁর কোলে ছিল দু’বছরের ভাগ্নী। চালক ব্রেক কষার পর মাধনকুমারের হাত থেকেও ছিটকে মেঝেতে পড়ে যায় ওই শিশু। মাধনকুমার নিজেও পড়ে যান। তাঁরা দু’জনেই আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।