Advertisement
E-Paper

জলাশয়ে জলকেলি তিন শাবকের, কড়া পাহারায় বাঘিনি! ‘আশ্চর্য দৃশ্য’ বলল নেটপাড়া, ভাইরাল ভিডিয়ো

২৫ সেকেন্ডের ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে একটি ছোট পাথুরে জলাশয়ে জলকেলি করছে তিন ব্যাঘ্রশাবক। জলে শরীর ডুবিয়ে আরাম করে বসে রয়েছে তারা। জলাশয়ের ঠিক ধারে বসে রয়েছে বাঘিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৩:৫১
Video shows tigress guarding her cubs as they bath in the jungle

ছবি: এক্স থেকে নেওয়া।

ছোট পাথুরে জলাশয়ে স্নান করছে তিন ছানা। উপরে বসে পাহারা দিচ্ছে বাঘিনি। মাঝেমধ্যে ইতিউতি তাকিয়ে জলও খাচ্ছে। মন ভাল করা সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন অবসরপ্রাপ্ত ভারতীয় বন পরিষেবা কর্তা (আইএফএস) সুশান্ত নন্দ। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল হওয়া ওই ২৫ সেকেন্ডের ভিডিয়োয় দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে একটি ছোট পাথুরে জলাশয়ে জলকেলি করছে তিন ব্যাঘ্রশাবক। জলে শরীর ডুবিয়ে আরাম করে বসে রয়েছে তারা। জলাশয়ের ঠিক ধারে বসে রয়েছে বাঘিনি। সজাগ দৃষ্টিতে সন্তানদের পাহারা দিচ্ছে সে। মাঝেমধ্যে এ দিক-ও দিক তাকিয়ে বিপদের সম্ভাবনা মেপে নিচ্ছে। জলও খাচ্ছে জলাশয় থেকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রাক্তন আইএফএস কর্তা লিখেছেন, ‘‘এক জন মা কখনও ঘুমায় না। শাবকেরা যখন খেলা করে, বাঘিনি তখন তাদের পাহারা দেয়। বাঘ জল ভালবাসে। এটি তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, পরজীবীদের উপশম করে এবং শক্তি সংরক্ষণে সহায়তা করে। প্রকৃতির এয়ার কন্ডিশনার।’’

প্রাক্তন আইএফএস কর্তার পোস্ট করা সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আশ্চর্য সুন্দর দৃশ্য।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সুন্দর ভিডিয়ো। বাঘিনি এবং তার শাবকদের সম্পর্কের সুন্দর উপস্থাপন।’’

Viral Video animal video Tigress IFS
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy