মাদক মামলায় জেল খাটতে যাচ্ছেন বাবা। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন ভ্লগার পুত্র! আর তা নিয়েই হইচই পড়ল নেটমাধ্যমে। তরুণ পুত্রকে ‘বর্ষসেরা ভ্লগারের’ তকমাও দিলেন নেটাগরিকেরা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তরুণ ওই ভ্লগারের নাম লোকেশ চৌধুরী। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা লোকেশ সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় তিনি জানিয়েছেন, মাদক মামলায় গ্রেফতার হওয়া তাঁর বাবাকে তিনি চিত্তুর জেলে ছাড়তে এসেছেন। লোকেশ আরও জানিয়েছেন, গত আট মাস ধরে মাদক আইনের অধীনে দায়ের করা একটি মামলায় জেলবন্দি ছিলেন তাঁর বাবা। সম্প্রতি এক মাসের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন। প্যারোলের মেয়াদ ফুরোনোর পর তিনি আবার বাবাকে জেলে ছেড়ে দিয়ে আসেন।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিকালবেলা বাবাকে গাড়ি করে জেলে ছাড়তে এসেছেন তরুণ ভ্লগার। চারপাশের দৃশ্য ক্যামেরাবন্দি করছেন তিনি। বাবার জেলপ্রবেশের দৃশ্যও ভিডিয়ো করেন তিনি। তাঁর বাবা হাসতে হাসতে বিদায় জানান। এর পর আবার গাড়ি করে বাড়ি ফিরে যান ভ্লগার। সেই ভিডিয়োয়, ভ্লগার ব্যাখ্যা করেছেন তাঁর বাবাকে বিকেল ৫টার মধ্যে জেলে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এক মিনিট দেরিতে পৌঁছোলেও কর্তৃপক্ষ তাঁর বাবার বিরুদ্ধে পদক্ষেপ করতেন বলে দাবি করেছেন তরুণ। আর সেই কারণেই সময়ের মধ্যে বাবাকে জেলে পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভ্লগার_এলকেএস’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তিও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বাবা মাদক ব্যবসায়ী, ছেলে ভ্লগার।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বছরের সেরা ভ্লগার।”