বিবাহ-বহির্ভূত সম্পর্ক এবং তার ফলে সৃষ্ট জটিলতার কথা হামেশাই শোনা যায়। কিছু মানুষ নিজেদের সঙ্গীর প্রতি আকর্ষণ হারান আবার অনেকের সঙ্গী চাহিদা মেটাতে না পারায় বিবাহ-বহির্ভূত সম্পর্কের দিকে পা বাড়ান তাঁরা। সে রকমই একটি ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন এ দেশের এক গোয়েন্দা। তিনি যে অনন্য ঘটনার বিবরণ দিয়েছেন, তা শুনে হতবাক হয়ে গিয়েছেন নেটাগরিকেরা।
আরও পড়ুন:
ওই গোয়েন্দা জানিয়েছেন, হবু স্বামীর অন্য সম্পর্ক রয়েছে সন্দেহ করে তাঁকে তদন্তের নির্দেশ দেন এক তরুণী। গোয়েন্দা দেখেন, সত্যিই ওই তরুণীর হবু স্বামী অন্য সম্পর্কে রয়েছেন। কিন্তু যখন বিষয়টি তিনি ওই তরুণীকে জানান, তখন তিনি ভেঙে পড়ার পরিবর্তে আনন্দে নেচে ওঠেন! অন্তত তেমনটাই জানিয়েছেন ওই গোয়েন্দা।
গোয়েন্দার দাবি, হবু স্বামীর সম্পর্কের কথা জানতে পেরে উচ্ছ্বসিত হয়ে পড়েন তরুণী। জানান, তিনি উভকামী এবং পুরো পরিস্থিতি নিয়ে প্রচণ্ড খুশি। তিনি নাকি গোয়েন্দাকে এ-ও জানান, হবু স্বামীকে বিয়ে করে সন্তানের জন্ম দেবেন তিনি। অন্য দিকে, সঙ্গীর সঙ্গেও সম্পর্ক বজায় রাখবেন।
আরও পড়ুন:
ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়ে ওই ব্যক্তিগত তদন্তকারী বলেন, ‘‘তরুণী আমার কাছে এসে হবু স্বামীর বিষয়ে তদন্ত করতে বলেন। কারণ, মাঝেমধ্যেই নাকি বিভিন্ন অজুহাতে বিদেশে যেতেন ওই যুবক। আমিও কাজে লেগে পড়ি। জানতে পারি ওই যুবক বিদেশে এক তরুণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। আর্থিক দিক থেকেও সাহায্য করতেন তাঁকে।’’
গোয়েন্দা আরও বলেন, ‘‘আমি যখন তরুণীকে সবটা জানাই, তখন তিনি আনন্দিত হয়ে ওঠেন। দাবি করেন যে তিনি উভকামী। তাই স্বামী অন্য সম্পর্কে থাকলে তিনিও সঙ্গীর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারবেন। আমি কখনও কল্পনা করিনি যে এই ধরনের ঘটনার তদন্ত আমায় করতে হবে।’’
বিষয়টি প্রকাশ্যে আসার পর হইচই পড়ে গিয়েছে। সমালোচনাও শুরু হয়েছে সমাজমাধ্যমে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাহ দিদি, বাহ! এ সবও আজকাল দেখতে হচ্ছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমার খুব অবাক লাগছে। এমনটাও হওয়া সম্ভব?’’