পুরোদমে চলছে বিয়ের মরসুম। সঙ্গে চলছে সাজগোজ, খাওয়াদাওয়া, নাচগান। পাশাপাশি প্রিওয়েডিং, ব্যাচেলর পার্টির ধুম লেগেই রয়েছে। আর সেই বিয়ের মরসুমে বিচ্ছেদ করে আনন্দ উদ্যাপন করলেন এক তরুণী। মেহেন্দিও করালেন বিচ্ছেদ উপলক্ষে। বিয়ে থেকে শুরু করে বিচ্ছেদ পর্যন্ত যাত্রা ওই মেহেন্দির মাধ্যমে ফুটিয়ে তুললেন হাতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিচ্ছেদ উপলক্ষে হাতে মেহেন্দি করিয়েছেন এক তরুণী। তাঁর এক হাতে আঁকা বিয়ের আগে প্রাক্তন স্বামীর প্রেম নিবেদনের ছবি। অন্য হাতে একটি আঁকা একটি দাঁড়িপাল্লা। তার এক পাশে লেখা, ‘১০০ গ্রাম প্রেম’। অন্য পাল্লায় লেখা, ‘২০০ গ্রাম আপস’। নীচে লেখা, ‘অবশেষে বিচ্ছেদ’। সেই মেহেন্দির ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘স্টেটমিররনিউজ়’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। আলোচনার ঝড় উঠেছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। নেটাগরিকদের কেউ কেউ যেমন মহিলার সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন, তেমনই অনেকে আবার বিষয়টিকে ‘আদিখ্যেতা’র তকমা দিয়েছেন। অনেকে আবার দাবি করেছেন, প্রতিটি বিবাহেই ভালবাসার পাশাপাশি আপস থাকে। স্বামী-স্ত্রী দু’জনকেই মানিয়ে নিয়ে চলতে হয়। তাই বিষয়টি নিয়ে মেহেন্দি করিয়ে বাড়াবাড়িই করেছেন তরুণী।