কাঁধ থেকে হাঁটু পর্যন্ত পোশাক, পুরোটাই সোনা দিয়ে বাঁধানো! এমনই এক পোশাক নির্মাণ করে সারা বিশ্বে নজির গ়ড়ে ফেলল এক সংস্থা। সম্প্রতি ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলল সে। ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর ইনস্টাগ্রামের পাতায় ভিডিয়ো পোস্ট করে পোশাকটি সম্পর্কে বিশদে বর্ণনা করা হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, সোনার পোশাক তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে সৌদি আরবের আল রোমাইজ়ান নামে এক গয়না প্রস্তুতকারী সংস্থা। সেই সংস্থার কর্মীরাই বহু দিন ধরে যত্ন সহকারে এই পোশাকটি তৈরি করেছেন। সম্পূর্ণ পোশাকটিই ২১ ক্যারাট সোনা দিয়ে তৈরি। পোশাকটির ওজন ১০ কিলোগ্রামের কাছাকাছি।
পোশাকের সঙ্গে মানানসই, মুকুট, নেকলেস এবং সোনার কোমরবন্ধনীও তৈরি করা হয়েছে সংস্থার তরফে। পোশাকটির মূল্য ১০ লক্ষ ৮৮ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৯ কোটি ৫৬ লক্ষ ৯০ হাজার ৫৭৯ টাকা। ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর তরফে জানানো হয়েছে, এই পোশাকটি শুধুমাত্র সৌন্দর্যের দিক থেকেই নজর কাড়েনি। সারা বিশ্বের সবচেয়ে ভারী সোনার জামাটি হিসাবেও নজির গড়েছে এই পোশাকটি।
আরও পড়ুন:
সোনার পোশাকের পাশাপাশি সৌদি আরবের গয়না প্রস্তুতকারী সংস্থাটি সোনার পাতে মোড়া একটি সাইকেলও তৈরি করেছে। সেই সোনার সাইকেলের মূল্য ভারতীয় মুদ্রা অনুযায়ী ৩.৪ কোটি টাকা।