বিমান গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছে। যাত্রীরাও থিতু হয়ে বসে পড়েছেন। হঠাৎ বিমানের ভিতর দাউদাউ করে আগুন জ্বলে উঠল। তা দেখে চিৎকার করতে শুরু করলেন যাত্রীরা। কেউ কেউ আবার আসন ছেড়ে উঠে বিমানের ভিতর দৌড়োদোড়ি করতে শুরু করলেন। বিমানের ভিতর ওভারহেড বাঙ্কে (যেখানে যাত্রীরা মালপত্র রাখেন) লিথিয়াম ব্যাটারি ফেটে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেখানে ছুটে যান বিমানকর্মীরা।
অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিবিয়ে ফেলেন তাঁরা। যাত্রীদের সুরক্ষার্থে অন্য বিমানবন্দরে আপৎকালীন অবতরণ করানো হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘তেলুগু স্ক্রাইব’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিমানের ভিতর দাউদাউ করে আগুন জ্বলে উঠেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানটি শনিবার স্থানীয় সময় অনুযায়ী সকাল ৯টা ৪৭ মিনিটে চিনের হাংজ়ো বিমানবন্দর থেকে ছেড়েছিল।
‘এয়ার চায়না’ সংস্থার সিএ১৩৯ বিমানটি রওনা দিয়েছিল সিয়োলের উদ্দেশে। দুপুর ১২টা ২০ মিনিটে গন্তব্যে পৌঁছোনোর কথা ছিল বিমানটির। কিন্তু মাঝ-আকাশে বিমানের মধ্যে লিথিয়াম ব্যাটারি ফেটে আগুন ধরে যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিবিয়ে ফেলেন বিমানকর্মীরা।
আরও পড়ুন:
যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে বিমানটি ঘুরিয়ে সাংহাই পুদং আন্তর্জাতিক বিমানবন্দরে আপৎকালীন অবতরণ করানো হয়। জানা গিয়েছে, এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি। পরে বিমান সংস্থার তরফে যাত্রীদের আবার গন্তব্যে পৌঁছোনোর ব্যবস্থা করা হয়।