ছাই উড়িয়ে অমূল্য রতন খোঁজার কথা সেই কবেই কবি বলে গিয়েছেন। আমেরিকার টেক্সাসের বাসিন্দা এলার নিজের জীবনের আপ্তবাক্য এটিই। দোকানের আবর্জনা ঘেঁটে তা কুড়িয়ে নিয়ে লক্ষ লক্ষ টাকার রোজগার করেন ২৩ বছরের তরুণী। দ্য সানের একটি প্রতিবেদন অনুসারে, এলা রোজ নামীদামি ব্র্যান্ডের বাতিল এবং ফেলে দেওয়া জিনিসপত্র সংগ্রহ করে অনলাইনে বিক্রি করেন। মাত্র ১৩ বছর বয়সে হঠাৎ করেই তিনি শখে এই কাজটি করা শুরু করেছিলেন। এক দশকের মধ্যেই তিনি কয়েক লক্ষ টাকার মালিক হয়ে উঠেছেন। উৎসবের মরসুমগুলিতে এলা এক মাসে প্রায় ৯ লক্ষ টাকা রোজগার করেন কুড়িয়ে পাওয়া জিনিস বিক্রি করেই।
বিভিন্ন দোকান ঘুরে ঘুরে এলা বাক্স ঘেঁটে যে সব জিনিসপত্র পান তা অনলাইনে কয়েক হাজার টাকায় বিক্রি হয়। এলা সংবাদমাধ্যমে জানিয়েছেন যে তিনি বড় ব্র্যান্ডের ফেলে দেওয়া ও বাতিল করা জিনিসপত্র অনলাইনে বিক্রি করার জন্য সংগ্রহ করেন। প্রায়শই তিনি আবর্জনার মধ্যে ব্যয়বহুল জিনিসপত্র খুঁজে পান। যার মূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকারও বেশি। সমাজমাধ্যমে এবং ইউটিউবে তার কাজ সম্পর্কিত ভিডিয়ো আপলোড করেন এলা। এলার ভিডিয়ো দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই এলার মতো আবর্জনা তোলার চেষ্টা করেছেন ও মূল্যবান জিনিসপত্র খুঁজে পেয়েছেন। এলা জানান, তাঁর পরিবার প্রথমে এই ধরনের কাজ করতে নিষেধ করেছিল। কিন্তু পরে তাঁকে অনুমতি দেওয়া হয় এবং এলা তাঁর পুরনো জিনিসপত্র বেচে থেকে অর্থ উপার্জন শুরু করেন।