Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Viral Video

রেস্তরাঁয় গিয়ে ইউটিউবারকে একটা গাড়ি উপহার দিলেন ক্রেতা, তার পর কী হল? ভাইরাল হল সেই ভিডিয়ো

মিস্টার বিস্ট নামে এক ইউটিউবার একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন। তাঁকে খাবার পরিবেশন করছিলেন যে ওয়েট্রেস, তাঁকে তিনি প্রশ্ন করেন, ‘‘তুমি সবচেয়ে বেশি কত টিপস পেয়েছো?’’

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৩ ২১:২০
Share: Save:

রেস্তরাঁয় গিয়ে খাওয়া দাওয়া করার পর সবচেয়ে বেশি কত টাকা ‘টিপস’ দিয়েছেন? একশো, দু’শো, পাঁচশো, হাজার! নাকি আরও বেশি?

সাধারণত হোটেল, রেস্তরাঁ বা গ্রাহক পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মীদের কাজে খুশি হয়ে উপহার স্বরূপ টাকা দেওয়ার রেওয়াজ আছে, যার পোশাকি নাম টিপস! সম্প্রতি এক রেস্তরাঁ কর্মীকে টিপস হিসাবে একটি নতুন গাড়ি উপহার দিলেন এক গ্রাহক। উপহার পাওয়ার পর ওই রেস্তরাঁ কর্মীর উচ্ছ্বাস এবং একই সঙ্গে অবিশ্বাসী হাব-ভাবের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

মিস্টার বিস্ট নামে এক ইউটিউবার একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন। তাঁকে খাবার পরিবেশন করছিলেন যে ওয়েট্রেস, তাঁকে তিনি প্রশ্ন করেন, তুমি সবচেয়ে বেশি কত টিপস পেয়েছো? খানিক ভেবে ওয়েট্রেস জানান, ‘‘৫০ ডলার’’। যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে চার হাজার টাকার সমান। উত্তর শুনে এর পর ইউটিউবার তাঁর দিকে বাড়িয়ে দেন একটি গাড়ির চাবি। বলেন, ‘‘কেউ কি টিপসে গাড়ি দিয়েছে তোমায়?’’ শুনে চমকে যান ওই রেস্তরাঁ কর্মী। চাবিটা হাতে নিয়েও বিশ্বাস করতে পারেন না। বলেন, ‘‘তুমি মিথ্যা কথা বলছ না? মজা করছো আমার সঙ্গে?’’ জবাবে ইউটিউবার খানিক হাসতে হাসতেই বলেন, ‘‘না না, আমার সঙ্গে এসো বাইরেই দাঁড় করানো আছে তোমার উপহার।’’ ভিডিয়োয় এর পর দেখা যায়, গাড়িটি দেখেও বিশ্বাস করতে পারছেন না তরুণী। একটা সময় কেঁদে ফেলতেও দেখা যায় তাঁকে। গাড়ির ভিতরে বসে আবেগ প্রবণ হয়ে তিনি বলে ফেলেন, ‘‘কিন্তু আমি তো গাড়ি চালাতেই জানি না!’’

ভিডিয়োটি ওই ইউটিউবারের কাণ্ড দেখে বিস্মিতই হয়েছেন নেটাগরিকরা। তবে একই সঙ্গে ওই ওয়েট্রেসের ভাগ্যের তারিফ করে তাঁরা বলেছেন, ‘‘একেই বলে কপাল।’’

ওই ইউটিউবারের আসল নাম জিমি ডোনাল্ডসন। বয়স ২৫ বছর। ইউটিউবে চতুর্থ সর্বোচ্চ উপার্জনকারী তিনি। তবে দান ধ্যানও করেন। বস্তুত মিস্টার বিস্টকে ‘সেরা দানবীর ইউটিউবার’-এর তকমাও দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE