Advertisement
E-Paper

পর্যটনস্থলে গিয়ে জলাধারে সাঁতার কাটছিলেন তরুণ, তাঁর পাশেই প্রস্রাব করলেন যুবক, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বুশি বাঁধে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। এদিক-ওদিক গিয়ে ছবি তুলছেন। পাহাড়ি বাঁধের উপর একটি ছোট জলাধারও রয়েছে। সেই জলাধারে স্নান করতে নেমেছেন এক তরুণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৫:৪৮
‘Yuck!’ Video depicts a scene at Bhushi Dam. Lonavla, People reacts for uncivil acts

ছবি: এক্স থেকে নেওয়া।

জনপ্রিয় পর্যটনস্থলে গিয়ে একটি জলাধারে নেমে স্নান করছিলেন তরুণ। বন্ধুদের ছবি তুলে দিতে বলছিলেন। তখনই ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। তিনি যেখানে স্নান করছিলেন, সেই ছোট জলাধারে এসে প্রস্রাব করলেন অন্য এক যুবক, যা দেখে হতবাক হয়ে যান ওই তরুণ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের লোনাভলার জনপ্রিয় পর্যটনস্থল বুশি বাঁধে। ইতিমধ্যেই সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বুশি বাঁধে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। এদিক-ওদিক গিয়ে ছবি তুলছেন। পাহাড়ি বাঁধের উপর একটি ছোট জলাধার রয়েছে। সেই জলাধারে স্নান করতে নেমেছেন এক তরুণ। তরুণের বন্ধুরা জলাধারের পাড়ে দাঁড়িয়ে রয়েছেন। বন্ধুর স্নান করার দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। এমন সময় ওই জলাধারের কাছে পৌঁছোন এক যুবক। তরুণ যেখানে স্নান করছিলেন তার পাশেই জলাধারে প্রস্রাব করতে শুরু করেন তিনি। সেই দৃশ্য দেখে চমকে যান তরুণ এবং তাঁর বন্ধুরা। তরুণ তাড়াতাড়ি জল থেকে উঠে আসার চেষ্টা করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘তরুণ গৌতম’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিরক্তি প্রকাশ করেছেন নেটাগরিকেরা। সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটা প্রস্রাব করার জায়গা! পর্যটনস্থলগুলিকে এ ভাবেই কিছু মানুষ নোংরা করে। যুবককে চিহ্নিত করে উচিত শিক্ষা দেওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এই সব লোককে ফেলে পেটানো উচিত। কেউ কিছু বলে না, তাই এত সাহস এদের।’’

Viral Video Tourist Spot Urinating Maharashtra Lonavala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy