বিয়েতে কনেরা যে জমকাল শাড়ি পরবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আগে ধরে নেওয়া হত বাঙালি বিয়ে মানেই বেনারসি এবং আর সঙ্গে সোনার গয়না। এখনকার কনেরা বেনারসি ছাড়া আরও নানা প্রদেশের সিল্কে সেজে ওঠেন। কেউ চান্দেরি কেনেন, কেউ পছন্দ করেন কাঞ্জিভরম। তবে এ সব শাড়ি বিয়ের পরে আলমারিতে তোলা হলে আর সহজে বার করা হয় না। যার ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায়, ঠিক যত্নের অভাবে বিয়ের শাড়ির ভাঁজে ভাঁজে কেটে গেছে। কিংবা হয়তো দীর্ঘ দিন না ব্যবহার করার ফলে শাড়ির কয়েকটি অংশ পিঁজে গিয়েছে। তাই বিয়ের পরে যাতে আপনার সাধের শাড়ি যত্নে থাকে, তার জন্য রইল কিছু টোটকা।
বিয়ের বেনারসি কাচবেন কী ভাবে?
বিয়ের বেনারসি কিন্তু ভুল করেও বাড়িতে কাচবেন না। অনেকেই ভাবেন এটি হয়তো সহজেই বাড়িতে কেচে নেওয়া যাবে। এই ধারণা সম্পূর্ণ ভূল। বিয়ের বেনারসি কাচার জন্য সব সময়ে স্থানীয় কোনও ভাল দোকানে ড্রাই ক্লিনিং করাতে দিন। এতে শাড়ির মান ও জেল্লা, দুই-ই বজায় থাকবে।