Advertisement
E-Paper

ক্রেতাদের জন্য সুখবর! বিয়ের বাজারে ফের কমল সোনার দাম

বিয়ের মরশুমে ফের কমল সোনার দাম। এক নজরে দেখে নিন কলকাতায় আজ ঠিক কত চলছে সোনার দাম।

কমল সোনার দাম। প্রতীকী ছবি।

কমল সোনার দাম। প্রতীকী ছবি।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ১৩:০৮
Share
Save

নভেম্বর প্রায় শেষ। গোটা দেশ মেতে উঠেছে বিয়ের মরশুমে। স্বাভাবিক নিয়মেই বেড়েছে গয়না ও সোনা বিক্রি। অনেকে আবার ভাবছেনও যে প্রিয়জনের উপহারে কেমন গয়না কেনা যায়। গ্রাহকদের জন্য সুখবর। বিয়ের মরশুমে ফের কমল সোনার দাম। এক নজরে দেখে নিন কলকাতায় আজ ঠিক কত চলছে সোনার দাম।

গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, আজ, সোমবার অর্থাৎ ২৮ নভেম্বর কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৮,৫৬০ টাকা। গতকাল দাম ছিল ভরি প্রতি ৪৮,৫৫০ টাকা।

অন্যদিকে, সোমবার ২৪ ক্যারাট সোনার দাম ভরি প্রতি ৫২,৯৮০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫২,৯৭০ টাকা।

পাশাপাশি, এদিন কলকাতায় রূপোর দাম ৬১,৪০০ টাকা প্রতি কেজি। যদিও গতকালের তুলনায় দাম ৪০০ টাকা কমেছে।

বিয়ের ভরা মরশুমে সোনার দাম কমায় কিছুটা স্বস্তিতে কলকাতাবাসী। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, এই আগামী কয়েক মাসে সোনার দাম আরও কিছুটা কমতে পারে। অন্যদিকে দাম কমলে দোকানেও ভিড় বাড়বে বলে আশাবাদী স্বর্ণব্যবসায়ীরা।

এই প্রতিবেদনটি ‘সাত পাকে বাঁধা’ ফিচারের অংশ।

Jewellery Gold Price Silver Gold and Silver Price Wedding special 2022
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy