ফাইল চিত্র।
সিবিআইকে মঙ্গলবার এসএসসি মামলায় উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিংহকে জেরার নির্দেশ দিয়েছে। সেই মতো জেরা করে আজ, বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে রিপোর্ট দেওয়ার কথা সিবিআইয়ের। এ ছাড়া উপদেষ্টা কমিটির চার জনের মামলাটি আজ ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
সিবিআই দফতরে অনুব্রত
আজ গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। জানা গিয়েছে, তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে পারেন। ফলে নজর থাকবে সে দিকে।
ঝালদা হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত
পুরুলিয়ার ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। কিন্তু ওই নির্দেশের পর বহু ঘণ্টা পেরিয়ে গেলেও সেখানে সিবিআই যায়নি বলে অভিযোগ। সেই মতো আজ ওই ঘটনার তদন্ত সিবিআই শুরু করল কি না সে দিকে নজর থাকবে।
কাঁথির হাসপাতালে বাংলাদেশের ওষুধ
বাংলাদেশ সরকারের ওষুধ কাঁথি মহকুমা হাসপাতালের রোগীদের দেওয়া হয়েছে। মঙ্গলবার একাধিক রোগী চিকিৎসা করাতে এসে ডাক্তার দেখানোর পর হাতে পেলেন প্রেসক্রিপশনে লেখা সেই ওষুধ। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আজ নজর থাকবে সে দিকে।
বিজেপি-র প্রতিষ্ঠা দিবস
আজ বিজেপি-র ৪২তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সিপিএমের পার্টি কংগ্রেস
আজ থেকে কেরলের কন্নুরে শুরু হচ্ছে সিপিএমের পার্টি কংগ্রেস। ওই সম্মেলনটি চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
রাজ্য মন্ত্রিসভার বৈঠক
আজ নবান্নে রয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বিকেল ৩টে নাগাদ ওই বৈঠকটি শুরু হওয়ার কথা।
পাকিস্তানের রাজনৈতিক এবং সাংবিধানিক সঙ্কট
পাকিস্তানে রাজনৈতিক এবং সাংবিধানিক সঙ্কট তৈরি হয়েছে। এই অবস্থায় সে দেশের সুপ্রিম কোর্টে চলছে ওই পরিস্থিতি নিয়ে শুনানি। আবার রাজনৈতিক অবস্থানের দিক থেকে পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা। ফলে ওই গোটা বিষয়টির দিকে আজ নজর থাকবে।
ইউক্রেনের যুদ্ধপরিস্থিতি
ইউক্রেনে রাশি রাশি গণকবর উঠে আসতেই, ফের তাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। ইউক্রেন মনে করছে, যুদ্ধের নাম করে সে দেশের প্রচুর সাধারণ মানুষের প্রাণ নিয়েছে রাশিয়া। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিষয়টি আন্তর্জাতিক মঞ্চের দৃষ্টি আকর্ষণ।
বগটুই-কাণ্ডের তদন্ত
বৃহস্পতিবার বগটুই হত্যাকাণ্ডের মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। ওই দিন এই মামলায় প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআইয়ের।
আইপিএল
আজ আইপিএলে কলকাতা বনাম মুম্বইয়ের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy