Advertisement
E-Paper

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

রাজ্যে বেড়ে চলা কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। দুপুর ৩টে নাগাদ নবান্নে ওই বৈঠকটি হওয়ার কথা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ০৭:১৯

ফাইল চিত্র।

বুধবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। যা গত ২৪ ঘণ্টায় ৫৫ শতাংশ বৃদ্ধি। আর আক্রান্তের দিক থেকে এ রাজ্য গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে। যে ভাবে উত্তরোত্তর করোনা বাড়ছে তা খুবই উদ্বেগের। এই অবস্থায় আজ, বৃহস্পতিবারও আলোচনার কেন্দ্রে থাকবে রাজ্যের করোনা।

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

রাজ্য মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বেড়ে চলা কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। দুপুর ৩টে নাগাদ নবান্নে ওই বৈঠকটি হওয়ার কথা। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পঞ্জাব তরজা

বুধবার পঞ্জাব সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি ২০ মিনিট আটকে থাকে একটি উড়ালপুলে। বিক্ষোভের জেরে ওই পরিস্থিতি তৈরি হয়। ওই ঘটনায় পঞ্জাব সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তা নিয়ে কেন্দ্র বনাম পঞ্জাবের তরজা শুরু হয়েছে। পঞ্জাব সরকারের দাবি, প্রধানমন্ত্রীর যাত্রা পথ বদল হওয়াতেই ওই ঘটনা ঘটে। কেন্দ্রের দাবি, কোনও রাজ্যে প্রধানমন্ত্রী সফরে গেলে যাত্রা পথ ঠিক করার দায়িত্ব থাকে রাজ্য পুলিশের উপরই। ফলে নজর থাকবে এই দিকেও।

গ্রাফিক- সনৎ সিংহ।

গ্রাফিক- সনৎ সিংহ।

পুরভোট মামলা হাই কোর্টে

আজ কলকাতা হাই কোর্টে পুরভোট মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে সকাল ১১টা নাগাদ হতে পারে শুনানি।

গঙ্গাসাগর মামলা হাই কোর্টে

গঙ্গাসাগর মেলা বন্ধ নিয়ে কী ভাবছে রাজ্য? বুধবার এই প্রশ্ন তুলেছিল কলকাতা হাই কোর্ট। আজ ওই বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানানোর কথা রাজ্যের। ফলে গঙ্গাসাগর মেলা হবে কি না তা নিয়ে নির্দেশ দিতে পারে আদালত।

ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্ট

আজ ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন। দুপুর দেড়টা থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা।

আবহাওয়া

আজ থেকে রাজ্যে বাড়বে তাপমাত্রা। কমে আসবে ঠান্ডার আমেজ। তবে এখনই বিদায় নিচ্ছে না শীত। আবহাওয়া দফতর সূত্রে খবর, তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের।

Coronavirus in West Bengal Coronavirus in India Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy