Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Mucormycosis

রাজ্যে মিউকরমাইকোসিসে মৃত আরও ১, ওই রোগ সন্দেহেই আরও একজনের মৃত্যু

মিউকরমাইকোসিস সন্দেহে মৃত ব্যক্তি কিছু দিন আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর অক্সিজেনের মাত্রা ৭০ শতাংশে নেমে গিয়েছিল।

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০২ জুন ২০২১ ১৯:৩০
Share: Save:

মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে মারা গেলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক রোগী। আরও এক রোগীর মৃত্যু হয়েছে। তিনিও মিউকরমাইকোসিসে আক্রান্ত বলেই মনে করা হচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁর মধ্যে ওই রোগের সমস্ত লক্ষণ ছিল। নমুনাও পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য, কিন্তু রিপোর্ট আসার আগেই তাঁর মৃত্যু হয়।

মিউকরমাইকোসিসে আক্রান্ত ৫০ বছরের ওই ব্যক্তির গত সোমবারই ওই রোগের অস্ত্রোপচার হয়েছিল। তবে তাঁর ডায়াবিটিস নিয়ন্ত্রণেই ছিল বলে জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত।
মিউকরমাইকোসিস সন্দেহে মারা গিয়েছেন যিনি, তিনি কিছু দিন আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বছর চল্লিশের ওই রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা ৭০ শতাংশে নেমে গিয়েছিল। সন্দীপ জানান, ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ার ফলে তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। উচ্চ রক্তচাপ, মধুমেহ এ‌বং সিওপিডি-তেও ভুগছিলেন ওই ব্যক্তি।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, ওই হাসপাতালে মিউকরমাইকোসিসে আক্রান্ত আরও এক রোগীর চিকিৎসা চলছে। আরও এক রোগী রয়েছেন, যিনি মিউকরমাইকোসিসে আক্রান্ত বলেই ধরেসন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ২৬ জন মিউকরমাইকোসিস রোগে আক্রান্ত হয়েছেন এবং আরও ৪৪ জন ওই রোগে আক্রান্ত হয়েচেন বলে সন্দেহ করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mucormycosis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE