মুড়িগঙ্গা নদীতে ডুবে গেল বাংলাদেশের একটি বার্জ। ছাইবোঝাই ওই বার্জটি বজবজ থেকে বাংলাদেশে যাচ্ছিল। বুধবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারার কাছে ভাটার সময় মুড়িগঙ্গা নদী অতিক্রম করার সময় একটি চড়ায় ধাক্কা লেগে বার্জটির মাঝ বরাবর ফাটল ধরে যায়। তার পরেই ভিতরে জল ঢুকতে শুরু করে। তার পর ধীরে ধীরে বার্জটি ডুবে যেতে থাকে। পুলিশ এবং স্থানীয় মৎস্যজীবীদের চেষ্টায় ওই বার্জে থাকা ১১ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ১১ জনের মধ্যে ১০ জন বাংলাদেশের নাবিক, আর এক জন ভারতীয়।
যে বার্জটি মুড়িগঙ্গায় ডুবে গিয়েছে, সেটির নাম ‘এমভি তামজীদ নাসির’। ডুবন্ত বার্জ থেকে ১১ জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়। তার পর তাঁদের ‘এমভি নাসিরুদ্দিন’ নামের অন্য একটি বাংলাদেশি বার্জে তোলা হয়। প্রত্যেকেই এখন সুস্থ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
তবে এই দুর্ঘটনার জেরে বার্জে থাকা ছাই নদীতে ছড়িয়ে পড়ে। যার ফলে মুড়িগঙ্গা নদীতে জলদূষণের আশঙ্কা করা হচ্ছে। পরিবেশের উপর এর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখতে প্রশাসন নজরদারি চালাচ্ছে। কী কারণে বার্জটির মাঝ বরাবর ফাটল ধরল, তা জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।