Advertisement
E-Paper

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

দিল্লি যাচ্ছেন মমতা। ত্রিপুরার পথে অভিষেক। স্পিকারের বিরুদ্ধে হাই কোর্টে বিজেপি। সিরিজের শেষ টি২০ ম্যাচে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ০৬:৫৭

ফাইল চিত্র।

আজ, মঙ্গলবার বিকেল ৩টেয় কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নিয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসার কথা তাঁর।

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

ইডি দফতরে রাহুল

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার কংগ্রেস নেতা রাহুল গাঁধী দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেন। আজ ফের ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা তাঁর।

বিধানসভার অধিবেশন

আজ বেলা ১১টা থেকে বিধানসভার বাদল অধিবেশন বসছে। পেশ হতে পারে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল। সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কেরা ধর্নায় বসবেন বিধানসভা চত্বরে।

বিজেপি বিধায়কদের সাসপেনশন মামলা

বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিজেপি বিধায়কের সাসপেনশনের বিরুদ্ধে করা মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। সকাল সাড়ে ১০টা নাগাদ হতে পারে শুনানি।

উপাচার্য নিয়োগ মামলা

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে বেনিয়মের অভিযোগে মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। আজ মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির কথা রয়েছে।

ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক

আজ ত্রিপুরা সফরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই রাজ্যের উপনির্বাচন উপলক্ষে বেলা ১২টা থেকে রোড শো করবেন তিনি। রোড শো হবে আগরতলার গাঁধীঘাট থেকে জিবি বাজার পর্যন্ত।

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

রাজ্যের কোভিড সংক্রমণ

সোমবার রাজ্যে সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে দৈনিক সংক্রমণ গত তিন দিনের মতো একশোর উপরেই রয়েছে। দৈনিক সংক্রমণের হারও বাড়তে বাড়তে আড়াই শতাংশে পৌঁছে গেল। প্রায় তিন মাস পর রাজ্যে দৈনিক সংক্রমণ দু’শতাংশের বেশি হল। আজ সংক্রমণ কত থাকে সে দিকে নজর থাকবে।

মহারাষ্ট্র, দিল্লি, কর্নাটক, কেরল-সহ দেশের সার্বিক কোভিড পরিস্থিতি

টানা তিন দিন দেশে কোভিডে সংক্রমিতের সংখ্যা রয়েছে আট হাজারের উপরেই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা কমে হল ৮,০৮৪। রবিবার এই সংখ্যা ছিল ৮,৫৮২। দেশে দৈনিক সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজারের দোরগোড়ায়। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক সংক্রমিতের সংখ্যা ২, ৯৪৬ জন। এর পরে রয়েছে কেরল। কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৩১৯। কেরলের পরে দিল্লি (৭৩৫), কর্নাটক (৪৬৩) ও হরিয়ানা (৩০৪)। আজ সারা দেশের কোভিড পরিস্থিতির দিকে নজর থাকবে।

কেমন থাকেন সনিয়া

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সনিয়া গাঁধী। আজ তিনি কেমন থাকেন সে দিকে নজর থাকবে।

কোর্টে হাজিরা রোদ্দূরের

পুলিশি হেফাজতে থাকার পর আজ রোদ্দূর রায়কে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করানো হবে। আদালত কী রায় দেয় সে দিকে নজর থাকবে।

উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের বিক্ষোভ

পাশ করানোর দাবিতে রাজ্যের নানা জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। তাদের সেই প্রতিবাদ, বিক্ষোভের দিকে আজ নজর থাকবে।

জগন্নাথের স্নানযাত্রা উদ্‌যাপন

আজ বিকেল সাড়ে ৪টে থেকে গুরুসদয় রোডের ইসকন হাউসে জগন্নাথের স্নানযাত্রা উদ্‌যাপন হবে। ওই অনুষ্ঠানের দিকে আজ নজর থাকবে।

রঞ্জি ট্রফির ম্যাচ

আজ রঞ্জি ট্রফি সেমিফাইনালের প্রথম দিনের ম্যাচ রয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে বাংলা বনাম মধ্যপ্রদেশের খেলা রয়েছে।

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

আজ ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি২০ ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

এশিয়ান কাপ

আজ এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে। রাত সাড়ে ৮টা নাগাদ ভারত বনাম হংকংয়ের ম্যাচ রয়েছে।

Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy