জঙ্গি দলে তাদের হাতেখড়ি হয়েছিল নব্য জেএমবি-র হাত ধরে। কিন্তু সেই মুর্শিদ হাসান ও মোশারফ হোসেনকে আল কায়দা ভারতীয় উপমহাদেশ শাখার জঙ্গি হিসেবে পাকড়াও করেছে এনআইএ। তার ফলেই আল কায়দা ভারতীয় উপমহাদেশ শাখার সঙ্গে জেএমবি-র ঘনিষ্ঠতাও সামনে এসেছে। ফলে এ রাজ্যের সীমান্ত লাগোয়া গ্রামাঞ্চলে জেএমবি-র প্রভাবকে কাজে লাগিয়ে আর কী কী ষড়যন্ত্র হয়েছে এবং আল কায়দার শিকড় কত দূর গিয়েছে তার হদিস পেতে চাইছেন গোয়েন্দারা। এ কাজে কেন্দ্র ও রাজ্য যৌথ ভাবে কাজ করবে বলেই খবর। সোমবার বিকেলে এ ব্যাপারে কথা বলতে এনআইএ-র ডিআইজি নবান্নে গিয়েছিলেন বলেও সূত্রের দাবি।
গোয়েন্দা সূত্রের খবর, কলকাতা পুলিশের এসটিএফের হাতে গত বছর জুনে পাকড়াও হওয়া নব্য জেএমবি জঙ্গি রবিউল ইসলাম জেরায় জানিয়েছিল, সে মুর্শিদ ও মোশারফ নামে দু’জনকে জঙ্গি দলে এনেছে। কিন্তু তার পর থেকে ওই দু’জনের খোঁজ মেলেনি। তখনই সম্ভবত তাঁরা কেরলে চম্পট দিয়েছিল। কিন্তু জেএমবি-র জঙ্গিরা আল কায়দায় কী ভাবে গেল তারও উত্তর খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দাদের একাংশ। এই ঘনিষ্ঠতা ধৃত জঙ্গিরাও স্বীকার করেছে বলে খবর। এনআইএ সূত্রের দাবি, ধৃত লিউইয়ন জেরায় জানিয়েছে, আইএস-বিরোধী ইরানের নিহত সামরিক নেতা কাশেম সোলেমানিকে সে ‘আদর্শ’ মনে করে।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর কাউন্টার টেররিজ়ম-এর গবেষক অ্যালিস্টার রিড তাঁর একটি গবেষণাপ্রবন্ধে উল্লেখ করেছেন যে মূলত আইএস-এর হাত থেকে জেহাদের ক্ষমতা কুক্ষিগত করতেই আল কায়দা ভারতীয় উপমহাদেশে শাখা খোলে এবং হুজি, আনসারুল্লা বাংলা, লস্কর, জইশের মতো আঞ্চলিক গোষ্ঠীগুলিকে এক ছাতার তলায় আনলেও জেএমবি আইএস-ঘনিষ্ঠ ছিল। কিন্তু জেএমবি-র চাঁইরা বারবার পাকড়াও হতেই আইএসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে এবং অস্তিত্ব রক্ষায় আল কায়দার ছাতায় তলায় জেএমবি জঙ্গিরা আশ্রয় নিয়েছে বলে মনে করছেন গোয়েন্দা ও নিরাপত্তা বিশেষজ্ঞেরা। আবার এ রাজ্যে বিভিন্ন এলাকায় জেএমবি-র সক্রিয় সংগঠন রয়েছে।