Advertisement
০৬ মে ২০২৪

বিজেপি নেতা খুনে ধৃত ২

বাড়ির কাছেই কুপিয়ে খুন করা হল এক বিজেপি নেতাকে। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের খোর্দ শিবপুর গ্রামে। নিহত নেতার নাম শক্তিপদ সর্দার (৪৮)।গৌতম মণ্ডল ও আবদুল হক মোল্লা নামে দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, দু’জনেই এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলে পরিচিত।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ডায়মন্ড হারবার শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ০৪:০৩
Share: Save:

বাড়ির কাছেই কুপিয়ে খুন করা হল এক বিজেপি নেতাকে। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের খোর্দ শিবপুর গ্রামে। নিহত নেতার নাম শক্তিপদ সর্দার (৪৮)। ৮ জন তৃণমূল নেতা-কর্মীর নামে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। গৌতম মণ্ডল ও আবদুল হক মোল্লা নামে দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, দু’জনেই এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলে পরিচিত।

পয়নার মোড়ে সারের দোকান শক্তির। শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি থেকে কিছুটা দূরে ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় চারজন। চিৎকারে পরিবারের লোকজন বেরিয়ে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছটফট করছেন শক্তি। শরীরে অসংখ্য ক্ষত। ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল হয়ে এসএসকেএমে নিয়ে যাওয়ার পথেই মারা যান ওই নেতা।

জমিজমা-সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। সুন্দরবন জেলা পুলিশ সুপার তথাগত বসু বলেন, ‘‘নিহতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাঁকে আগে গ্রেফতারও করা হয়েছিল। জমি-সংক্রান্ত বিবাদের জেরে এই খুন বলে মনে করা হচ্ছে।’’

যদিও বিজেপি নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই খুন করা হয়েছে শক্তিকে। দলের নেতা রাহুল সিংহ বলেন, ‘‘ভাবা গিয়েছিল, পঞ্চায়েতের নির্বাচনের পরে শাসকদল খুনের রাজনীতি বন্ধ করবে। কিন্তু দেখা গেল, ওরা শুধরাবে না। মুখ্যমন্ত্রী এ রকম নৃশংস খুনের পরেও নীরব কেন?’’

মন্দিরবাজারের তৃণমূল ব্লক সভাপতি অলোক ভট্টাচার্য-সহ ৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে থানায়। অলোকের দাবি, বিজেপির অন্তর্দ্বন্দ্বের জেরেই এই খুন। তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সহ সভাপতি শক্তি মণ্ডলের কথায়, ‘‘জেলায় সব স্তরে আমরাই ক্ষমতায় আছি। খুনোখুনি করতে যাব কেন?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE