সেলুনে তখন বেশ ভিড়। আচমকাই ভরে গেল কালো ধোঁয়ায়। কোথা থেকে এত ধোঁয়া এল? কেউ কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে জ্বলে উঠল গোটা দোকান। ভয়ে বাইরে চলে এলেন সকলে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে গেল আশপাশের দোকানে। পুড়ে গেল মোট ১০টি দোকান। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানা এলাকার বোর্ড ঘর পুরাতন বাজারে।
এ দিন আচমকাই পুরাতন বাজারের ওই সেলুনে আগুন লাগে। এর পরে ওই সেলুন লাগোয়া মাংস, মুদিখানা, হোটেল মিলিয়ে পরপর ১০টি দোকানে তা ছড়িয়ে পড়ে। দোকানদার ও স্থানীয়েরা মিলে একটি পুকুর থেকে জল তুলে এবং টিউবওয়েল থেকে পাইপের মাধ্যমে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে নিউ ব্যারাকপুর ও পানিহাটি দমকল কেন্দ্র থেকে চারটি ইঞ্জিন এসে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। নিউ ব্যারাকপুর দমকল কেন্দ্রের অফিসার ইন-চার্জ রণবীর চক্রবর্তী বলেন, ‘‘শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে।’’
সব ক’টি দোকানই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয়েরা জানান, বাজারটি পুরনো। বিদ্যুতের তারগুলিও বিপজ্জনক ভাবে রয়েছে। তার ফলেই এই বিপত্তি বলেও দাবি তাঁদের। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘ধোঁয়া দেখে প্রথমে বুঝতে পারছিলাম না কী হয়েছে। পরে দেখি, দাউদাউ করে গোটা সেলুন জ্বলে গেল। চোখের নিমেষে তা ছড়িয়েও গেল।’’