নৌকা তখন মাঝনদীতে। আচমকা দমকা হাওয়া, সেই সঙ্গে জলোচ্ছ্বাস! দুলতে থাকে গোটা নৌকা। সেই নৌকায় তখন ৬০ জন যাত্রী। সঙ্গে বাইক, সাইকেল আরও অনেক কিছু। প্রায় উল্টে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। তবে মাঝি এবং সহকারীদের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পান যাত্রীরা। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় যাত্রিবাহী নৌকা প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসাবা থেকে যাত্রী নিয়ে মঙ্গলবার সকালের দিকে গদখালির দিকে যাচ্ছিল ফেরি নৌকা। চণ্ডীপুর ঘাটের কাছে নৌকা যখন পৌঁছোয় তখন আচমকাই হাওয়া বইতে শুরু করে। সেই সঙ্গে বেড়ে যায় জলের তোড়। হাওয়া এবং জলোচ্ছ্বাসের কারণে নৌকা দুলতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
তবে মাঝির তৎপরতায় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনা ঘটতে পারে, এমন আঁচ করে নৌকাটি নিয়ে চরের দিকে চলে যান মাঝি। সেখানে থাকা ম্যানগ্রোভের ডাল ধরে যাত্রীদের নৌকা থেকে নামানো সম্ভব হয়। নৌকাটিকেও বেঁধে রাখেন মাঝি।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় স্থানীয় পুলিশ। তারা যাত্রীদের উদ্ধার কাজে সহযোগিতা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমকা হওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে। সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কোনও হতাহতের খবর নেই। এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।