মুম্বইয়ে কাজে যাওয়ার পরে ডায়মন্ড হারবারের এক শ্রমিককে আটক করার অভিযোগ উঠেছিল। অবশেষে নাগপুরে খোঁজ মিলল বাবাই সর্দার নামে ওই শ্রমিকের। পরিবারের দাবি, বাংলাভাষী হওয়ায় তাঁকে আটক করা হয়েছিল। বাবাইয়ের বাড়ি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জুলপিয়া গ্রামে। তিন বছর ধরে তিনি মুম্বইয়ের মানপাড়া থানা এলাকার মেট্রো প্রকল্পে নিরাপত্তারক্ষীর কাজ করছিলেন।
শনিবার একটি সাংবাদিক সম্মেলন করেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল। তার পরেই বাবাইয়ের পরিজনেরা থানায় অভিযোগ করেন এবং বিধায়কের দ্বারস্থ হন। বিধায়ক বিষয়টি জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের নির্দেশে তৃণমূলের একটি দল মুম্বই যায়। নাগপুরে একটি ডিটেনশন ক্যাম্পে খোঁজ মেলে বাবাইয়ের। তাঁর বাবা দেবু সর্দার বলেন, ‘‘রবিবার ছেলে ফোন করে বলে, সে নাগপুর থানায় আছে। পুলিশ কিছু কাগজ দেখতে চেয়েছে। সব পাঠিয়ে দিয়েছি।’’
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার মিতুনকুমার দে বলেন, ‘‘ওই শ্রমিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে আমাদের একটি দল মুম্বই যায়। বিভিন্ন সূত্র মারফত খোঁজ চালিয়ে ওই শ্রমিকের খোঁজ মেলে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)