Advertisement
০৮ মে ২০২৪
Communal harmony

কেউ নেই প্রৌঢ়ের, মৃত্যুর পর হিন্দু বন্ধুর শেষকৃত্য করলেন ডায়মন্ড হারবারের রেজাউল করিম

ডায়মন্ড হারবারের বাসিন্দা তিলক রায়কে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন তাঁর বন্ধু রেজাউল করিম মল্লিক। রবিবার রাতে তিলকের মৃত্যুর পর শেষকৃত্য পালন করলেন রেজাউল।

A muslim man performs funeral of his hindu friend at Diamond Harbour

রেজাউল করিম মল্লিক। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ডায়মন্ড হারবার শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৩:৪৯
Share: Save:

আত্মীয়স্বজন নেই। প্রৌঢ়কে হাসপাতালে ভর্তি করেছিলেন তাঁর বন্ধুবান্ধব। মৃত্যুর পর শেষকৃত্য পালন করলেন তাঁর এক মুসলিম বন্ধু। রবিবার রাতে সাম্প্রদায়িক সম্প্রীতির এমনই ছবি দেখল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার।

ডায়মন্ড হারবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিলক রায় (৫৩)। তাঁর বন্ধু ওই পুরসভারই ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেজাউল করিম মল্লিক। সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন তিলক। অন্যান্য কয়েক জন মিলে রবিবার তাঁকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করান রেজাউল। কিন্তু শেষরক্ষা হয়নি। রাতেই মৃত্যু হয় তিলকের। রেজাউলের কথায়, ‘‘তিলক’দার বাবা বিদ্যুৎ দফতরে কাজ করতেন। তাঁর মা স্থানীয় স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁরা দু’জনেই গত হয়েছেন। ওঁর পরিবারে আর কেউ নেই। গত ৩ মাস ধরে অসুস্থ ছিলেন তিলকদা। দাদাকে নিয়ে আমি ছুটেছিলাম অনেক জায়গায়। কিন্তু একটু সুস্থ হলে দাদা আর আমাদের কথা শুনতেন না। রবিবার উনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম। কিন্তু উনি মারা যান।’’

শেষ পর্যন্ত তিলকের শেষকৃত্য করেন রেজাউল। রবিবার হিন্দু রীতি মেনে বন্ধু তিলকের শেষকৃত্য সম্পন্ন করেন তিনি। দু’জনের ধর্ম নিয়ে কথা উঠতেই তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘মানুষ মানুষের জন্য। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াব না?’’ রেজাউলের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Communal harmony Diamond Harbour
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE